পাটনা, ২ সেপ্টেম্বর (হি.স.) : রাজ্যজুড়ে দুর্নীতি ও অপরাধের বাড়বাড়ন্ত নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নিন্দায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।
সোমবার ট্যুইটবার্তায় তেজস্বী যাদব লিখেছেন, প্রতিদিনই দুর্নীতির বিষয়গুলি প্রকাশ্যে চলে আসছে। নিরুপায় মানুষ অপরাধীদের হাতে প্রাণ হারাচ্ছে। সরকারি উদাসীনতায় হাসপাতালগুলিতে গিয়ে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দুর্নীতিগ্রস্ত, অপরাধী, মাফিয়া এবং ধর্ষণকারিদের রক্ষা করে চলেছেন মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমের সাহায্যে জঙ্গলরাজ চালাচ্ছেন নীতিশ কুমার।
অপর একটি ট্যুইটবার্তায় তেজস্বী যাদব লিখেছেন, অপরাধীরা বিহারের জেলের ভেতর জন্মদিনের পার্টি করছে। হাতির উপরে বসে বিজেপি বিধায়ক বন্দুক দেখাচ্ছে। নীতিশ কুমারের বিধায়ক সরকারি আধিকারিকদের হাড় ভেঙে দেওয়ার কথা বলছে। এমনকি পুলিশের ডিজিও জীবনহানির ভয়ে ভুগছে। অপরাধীদের রক্ষা করে চলেছে মুখ্যমন্ত্রী। অপরাধী, বন্যা, এনসেফেলাইটিসের প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ।
মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিন্দায় মুখর হয়ে তেজস্বী ট্যুইটে দাবি করেছেন, বিগত সাত বছরের মধ্যে সর্বনিম্ন জিডিপির হার।