নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.) : ভয়ঙ্কর চাপে পড়ে পাকিস্তানের শেখানো কথা নিজের মন্তব্যে বলেছে কুলভূষণ যাদব। সোমবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এমনই জানিয়েছেন।
এদিন আন্তর্জাতিক আদালতের চাপে পড়ে কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনৈতিককে দেখা করতে দেওয়ার জন্য বাধ্য হয় পাকিস্তান। পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রবীশ কুমার। এদিন পাক জেলে বন্দি এই ভারতীয় নাগরিকের সঙ্গে দেখা করেন পাকিস্তানে ভারতের ডেপুটি হাই কমিশনার গৌরব আলুওয়ালিয়া। পাকিস্তানের বিদেশমন্ত্রকের অফিসে কুলভূষণের সঙ্গে সাক্ষাত্ করেন তিনি। এর পরই ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এই মন্তব্য করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে কয়েক সপ্তাহ আগেই, আন্তর্জাতিক আদালতের তরফে কুলভূষণ যাদবকে ভারতের কূটনৈতিক সহায়তা নিতে দেওয়া এবং তাঁর মৃত্যুদণ্ড খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। তারপর, সোমবার কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেন ভারতীয় কূটনীতিক গৌরব আলুয়ালিয়া।
২০১৭ এর এপ্রিলে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় পাকিস্তানের সামরিক আদালত।তার একমাস পর, আন্তর্জাতিক আদালতে মামলা করে ভারত। গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগে পাকিস্তানে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয় প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবকে। আন্তর্জাতিক আদালত ভারতের পক্ষে রায় দিয়ে কুলভূষণের মামলা ফের শুনানির নির্দেশ দেয় এবং ভারতকে কুলভূষণের কনস্য়ুলার অ্যাকসেস বা কূটনৈতিক সহায়তার দেওয়ার কথাও বলে। আন্তর্জাতিক আদালতের রায়ের পরেও পাকিস্তান জানায় যে ভারতীয় কূটনৈতিক আধিকারিকদের সঙ্গে কুলভূষণের সাক্ষাতের সময় সেখানে কোনও পাক অফিসার উপস্থিত থাকবেন।