BRAKING NEWS

কুষ্ঠরোগ শনাক্তকরণের জন্য পক্ষকাল ব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ রাজ্য থেকে কুষ্ঠরোগ সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য প্রথমবারের মতো ‘পরশমণি’ নামে কুষ্ঠরোগ শনাক্তকরণ কর্মসূচির সূচনা করা হচ্ছে৷ আগামী ২৬ আগস্ট থেকে ৯ সেপ্ঢেম্বর পর্যন্ত পক্ষকাল ব্যাপী এই কর্মসূচি চলবে৷ শুক্রবার জাতীয় স্বাস্থ্য মিশন কার্যালয়ের কনফারেন্স হল-এ এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান মিশন ডিরেক্টর অদিতি মজুমদার৷ তিনি জানান, এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে কুষ্ঠরোগীদের শনাক্ত করা, যাতে তাঁদের সময়মতো সঠিক চিকিৎসা পরিষেবা প্রদান করা যায়৷


তিনি বলেন, কর্মসূচি চলাকালীন দিনগুলোতে স্থানীয় আশাকর্মী ও স্বেচ্ছাসেবকদের যৌথ দল বাড়ি বাড়ি গিয়ে কুষ্ঠ রোগীদের শনাক্ত করবেন৷ যে-কোনও পরিবারের দুই বছরের ঊর্ধে সকল সদস্যদের শরীর পরীক্ষা করা হবে৷ রোগ শনাক্ত করা হয়ে গেলে সাথে সাথে সংশ্লিষ্ট রোগীকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে সঠিক চিকিৎসার পরামর্শ নেওয়ার জন্য পাঠানো হবে৷ তিনি জানান, এই কর্মসূচিকে সফলভাবে পরিচালনার জন্য রাজ্যব্যাপী মোট ৭,৫৮৯টি টিম গঠন করা হয়েছে৷


মিশন ডিরেক্টর আরও জানান, বর্তমানে রাজ্যে ৩৬ জন কুষ্ঠরোগীর চিকিৎসা চলছে৷ এঁদের মধ্যে ১৬ জনের অবস্থা গ্রেড-টু পর্যায়ে রয়েছে৷ তিনি বলেন, কুষ্ঠরোগ মাল্টি ড্রাগ থেরাপির মাধ্যমে সম্পূর্ণ নিরাময়যোগ্য৷ রাজ্যের সমস্ত হাসপাতালে এই রোগের বিনামূল্যে চিকিৎসা করা হয়৷ এই কর্মসূচিকে সফল করে তোলার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন৷ সাংবাদিক সম্মলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মসূচির স্টেট নোডাল অফিসার পার্থপ্রতিম মজুমদার এবং অ্যাসিস্টেন্ট নোডাল অফিসার রাসেল ভট্টাচার্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *