চণ্ডীগড় (হরিয়ানা), ১৯ আগস্ট (হি.স.) : জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে দলীয় নীতি যে তিনি মানবেন না রবিবার তা স্পষ্ট করে দিয়েছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ভূপেন্দ্র সিং হুডা। এবার রাজনীতির থেকে সন্ন্যাস নেওয়ার ভাবনা তাঁর।
সোমবার ভূপেন্দ্র সিং হুডা জানিয়েছেন, আমার শুভানুধ্যায়ীদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটিতে ১৩ জন কংগ্রস বিধায়কও থাকবেন। এই কমিটি আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব। যদি তাঁরা রাজনীতি ছাড়তে বলে। তবে তাই করতে রাজি।
রবিবার হরিয়ানায় পরিবর্তন মহাসমাবেশে ৩৭০ ধারা নিয়ে দলীয় লাইনের বিরুদ্ধে গিয়ে ভূপেন্দ্র সিং হুডা বলেছিলেন, সরকার যখন ইতিবাচক কাজ করে তাঁর প্রশংসা বরাবর করেছি। ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে আমার বহু সহকর্মী বিরোধিতা করেছে। আসলে তারা নিজেদের দিশা হারিয়ে ফেলেছে। কংগ্রেস আর আগের মতো নেই।
উল্লেখ করা যেতে পারে সম্প্রতি জম্মু ও কাশ্মীর থেকে সম্প্রতি ৩৭০ ধারা অবলুপ্তি করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়ে এখন কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্মু ও কাশ্মীর।
অন্যদিকে এদিন বিজেপির বিরুদ্ধে নিন্দায় সোচ্চার হয়ে ভূপেন্দ্র সিং হুডা জানিয়েছেন, হরিয়ানায় বিগত পাঁচ বছরে বিজেপির সরকার অমানবিক নীতি নিয়ে চলেছে। কৃষকেরা বঞ্চিত হয়ে চলেছে।