BRAKING NEWS

সমঝোতা এক্সপ্রেস বন্ধের কথা ঘোষণা করল ভারতও

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স): ভারতও নয়া দিল্লি থেকে লাহোরগামী সমঝোতা এক্সপ্রেস বন্ধের কথা ঘোষণা করে দিল ভারতও । লাহোর থেকে দিল্লিগামী সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার কথা কয়েকদিন আগেই ঘোষণা করেছিল পাকিস্তান ।


উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, ‘১৪৬০৭/১৪৬০৮ লাহোর-আটারি সমঝোতা এক্সপ্রেস বাতিলের সাম্প্রতিক যে সিদ্ধান্ত পাকিস্তান নিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ১৪০০১/১৪০০২ লিংক এক্সপ্রেস যা দিল্লি ও আটারির মধ্যে চলাচল করে তাও বাতিল করা হল’।
বৃহস্পতিবার দ্বিসাপ্তাহিক সমঝোতা ট্রেন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিল পাকিস্তান । জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রতিক্রিয়ায় পাকিস্তান যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে এটি ছিল একটি । তার আগের দিনই পাকিস্তান থেকে ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়, ভারতের সঙ্গে বাণিজ্যসম্পর্কও ছিন্ন করার কথা ঘোষণা করে প্রতিবেশী রাষ্ট্র ।


পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছিলেন তিনি যতদিন মন্ত্রী থাকবেন, ততদিন আর সমঝোতা এক্সপ্রেস চলাচল করবে না । সমঝোতা এক্সপ্রেসের কামরাগুলি ঈদ উপলক্ষে যাত্রীদের চলাচলের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছিলেন তিনি । সমঝোতা এক্সপ্রেসে পাকিস্তান থেকে ভারতে আসতে গিয়ে ওয়াঘা সীমান্তের কাছে বৃহস্পতিবার ট্রেনের মধ্যে আটকে পড়েছিলেন ১১৭ জন যাত্রী । ভারত থেকে একটি ইঞ্জিন গিয়ে ট্রেনটিকে আটারি নিয়ে আসে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *