BRAKING NEWS

পোলিও টিকা দেয়ার পরপরই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ পোলিও টিকা করণের ফলে মৃত্যু হল চার মাসের এক শিশুর৷ এমনই অভিযোগ তুললো মৃত শিশুর পরিবারের লোকজন৷ ঘটনার বিবরণে জানা যায় আমবাসা মহকুমার গঙ্গানগর উলেন ছড়া গ্রামের বাসিন্দা জিতেন্দ্রর রিয়াংয়ের চার মাসের শিশু এডিকেল রিয়াং এর মৃত্যু হয় পোলিও টিকা করণের ফলে৷ জানা যায় এলাকায় এম পি ডব্লিউ কর্মীরা শিশুদের পোলিও টিকা দিতে আসে৷


সেই সময় এডিকেলকেও পোলিও টিকা দেওয়া হয়৷ তারপর থেকেই শিশুটির অবস্থার অবনতি হতে থাকে৷ পোলিও টিকা দেওয়ার প্রায় ৩০ মিনিট পর শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে যায় গঙ্গানগর প্রাথমিক হাসপাতালে৷ হাসপাতালের চিকিৎসকরা তখন শিশুটিকে মৃত ঘোষণা করে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করে দেয় মৃতদেহের ময়না তদন্তের জন্য৷

মৃত শিশুর বাবা জিতেন্দ্রর রিয়াং জানায় পোলিও টিকাকরণের পর শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে৷এইদিকে ঘটনার বিষয়ে ধলাই জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের নিকট জানতে চাইলে তিনি এই বিষয়ে কথা বলতে অসন্মটি প্রকাশ করেন৷ তবে ঠিক কি কারনে শিশুটির মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশায় সকলে৷ হয়তো ময়না তদন্তের পরই বেরিয়ে আসবে মৃত্যুর আসল রহস্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *