নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ পৃথক স্থানে যান দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন৷ দূর্ঘটনাগুলি ঘটেছে উষাবাজারে এবং বিশ্রামগঞ্জে৷
উষাবাজারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে৷ মৃতের নাম দিলীপ দেব৷ একটি দ্রতগামী অটোর ধাক্কায় ছিটকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে৷ উষাবাজারে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতের নাম দিলীপ দেব৷ বাড়ি ফটিকছড়ায় হরিনাখলা গ্রামে৷ তিনি দুর্জয়নগর পোস্ট অফিসে কর্মরত দিলেন৷ দ্রুতগামী অটোরিকসা তাকে ধাক্কা দিলে ছিঁটকে পড়ে গুরুতরভাবে আহত হন তিনি৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ অটোটির হদিস মিলেনি৷
দুর্ঘটনায় দিলীপ দেব নামে ওই ব্যক্তির মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ আগরতলা এয়ারপোর্ট রোডে যানবাহন, অটো ও বাইক খুব দ্রুতবেগে চলাচল করে সে কারণেই এ ধরনেরর ঘটনা ঘটে চলেছে বলে স্থানীয়দের অভিযোগ৷ ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় এক ব্যক্তি জানান, দিলীপ দেব ও স্থানীয় এক ব্যক্তি দোকানে টিফিন খেয়ে রাস্তায় বের হতেই দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ আগরতলা এয়ারপোর্ট রোডে অটোতে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হলেও ট্রাফিক পুলিশ এব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছেনা বলেও অভিযোগ৷
এদিকে, দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন৷ সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জ এলাকায় বাস ও সুকটির মুখোমুখি সংঘর্ষে পেশায় স্বাস্থ্য কর্মী সুকটি চালক চয়ন মজুমদার (৪২)৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ টিআর ০১ এজে ৭৯৮২ নম্বরের সুকটির সাথে টিআর ০৮ ১৩৩২ নম্বরের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে সুকটি চালক ছিটকে পড়েন৷ বিশ্রামগঞ্জ এলাকায় ওই ঘটনায় সোনামুড়া ঠাকুরমুড়া কালীবাড়ি এলাকার বাসিন্দা চয়ন মজুমদার গুরুতর আহত হন৷ ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থেকে দমকল বাহিনী ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷
কিন্তু, তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে আগরতলার জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন৷ এদিকে, পুলিশ যাত্রবাহী বাস ও সুকটি আটক করেছে৷ বাসের চালক পালতক বলে পুলিশ জানিয়েছে৷তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য, তিনি আইজিএম হাসপাতালে নার্সিং বিভাগে কর্মরত৷ আজ সকালে হাসপাতালে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে এই বিপত্তি ঘটেছে৷ তিনি এখনও সংকটমুক্ত নন বলে চিকিৎসকরা জানিয়েছেন৷