নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ পরিকাঠামো উন্নয়নের দাবিতে রাজ্যের২২টি ডিগ্রি কলেজে গণধর্ণা সংগঠিত করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)৷ শুক্রবার দুপুর ১২টা থেকে ১-টা পর্যন্ত একযোগে সারা রাজ্যে এই ধরনা কর্মসূচি পালিত হয়েছে৷
এ-বিষয়ে বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশ সংগঠনমন্ত্রী রূপম দত্ত জানিয়েছেন, কলেজ স্তরে বাম জমানায় উৎপন্ন সমস্যাগুলি আজও সমাধান হয়নি৷ তাই, আজ ত্রিপুরার ২২টি ডিগ্রি কলেজে ধর্ণা কর্মসূচি পালন করার পর কলেজের অধ্যক্ষদের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হবে৷
তিনি জানান, ত্রিপুরার কলেজগুলিতে অধ্যাপকস্বল্পতা দীর্ঘদিনের৷ তাছাড়া, পানীয় জল, বসার আসন, ল্যাবে কেমিক্যালের অভাব-সহ অভ্যন্তরীণ অনেক সমস্যা রয়েছে, সে-সব সমাধান হচ্ছে না৷ তাঁর বক্তব্য, ওই সমস্যাগুলি সমাধানে একাধিকবার কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষা দফতরের পদস্থ আধিকারিকদের কাছে দাবি জানানো হয়েছে৷ কিন্তু, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷ তাই, প্রথম ধাপে আজ গণধর্ণা সংগঠিত করা হয়েছে৷ পরবর্তী সময়ে আরও বৃহত্তর আন্দোলনে যাবে বিদ্যার্থী পরিষদ, হুঁশিয়ারি দেন তিনি৷
তাঁর কথায়, ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যার্থী পরিষদ সর্বদাই আওয়াজ তুলছে৷ ফলে, এখনও বিদ্যার্থী পরিষদ চুপ করে বসে থাকতে পারে না৷ তাঁর দাবি, দায়িত্ববান সংগঠন হিসেবে রাজ্যের কলেজগুলিতে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখবে বিদ্যার্থী পরিষদ৷
এদিকে, আজ শিক্ষামন্ত্রী কলেজগুলির সমস্যা নিয়ে আধিকারিকদের সাথে বৈঠক করেছেন৷ সূত্রের খবর, শিক্ষা দফতরের সচিব সৌম্যা গুপ্তা, উচ্চ শিক্ষা অধিকর্তা সাজু বাহিদ এ-সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সাথে কলেজের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷