১৭টি ওবিসি জাতিকে তফশিলি জাতির অন্তর্ভুক্তিকরণ ‘অসাংবিধানিক’ : মায়াবতী

লখনউ, ১ জুলাই (হি. স.) : উত্তর প্রদেশ সরকারের ১৭টি ওবিসি জাতিকে তফশিলি জাতির অন্তর্ভুক্তিকরণের সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করলেন বিএসপি (বহুজন সমাজ পার্টি)-র সুপ্রিমো মায়াবতী। এই সিদ্ধান্তের ফলে অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি)-র ১৭টি জাতির সঙ্গে প্রতারণা করেছে যোগী সরকার, বলে সোমবার মন্তব্য করেছেন তিনি। সরকার এই জাতিগুলিকে অন্যান্য অনগ্রসর জাতির অন্তর্ভুক্ত হিসাবে গণ্য না করায় এই শ্রেণীর মানুষেরা সরকারি সুযোগ-সুবিধাগুলি থেকে বঞ্চিত হবেন বলে উল্লেখ করেছেন তিনি। 

বিএসপি প্রধান মায়াবতী এ প্রসঙ্গে এদিন বেন, “ওবিসি জাতিভুক্ত মানুষেরা তফশিলি জাতির সুবিধাগুলি পাবেন না কারণ কোনও রাজ্য সরকার আদেশের মাধ্যমে তাঁদের কোনও বিভাগে রাখতে বা অপসারণ করতে পারবে না। ২০০৭ সালে তত্কালীন কংগ্রেস সরকারের কাছে আমাদের দল লিখেছিল যে এই ১৭টি অনগ্রসর জাতিকে তফশিলি জাতির অন্তর্ভুক্ত করা হোক এবং তফশিলি জাতির সংরক্ষণ  কোটা বাড়ানো হোক।” যোগী সরকারের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে উল্লেখ করে এদিন তিনি বলেছেন, “আমরা তখন এই দাবি করেছি যাতে তফশিলি জাতির সংরক্ষণও বাড়ে এবং এই ১৭ টি শ্রেণিও সেই সুবিধাগুলি পাবে। কিন্তু, দুঃখের বিষয় তত্কালীন কেন্দ্রীয় সরকারও এই বিষয়ে কিছু করেনি, বর্তমান সরকারও কিছু করছে না।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *