BRAKING NEWS

সিএনজি স্টেশনে মেশিন বিকল, ক্ষুব্ধ অটো চালকরা এসডিএমের দ্বারস্থ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ সিএনজি স্টেশনে মেশিন বিকল হয়ে যাওয়ায় গ্যাস না পেয়ে অটো চালকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন ৷ এক মাস ধরে এই সমস্যা চলছে, তবুও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় আজ অটো চালকরা ক্ষোভে ফেটে পড়েন ৷ তাঁরা আজ সদর মহকুমাশাসকের কাছে এ-বিষয়ে নালিশ জানিয়ে শীঘ্রই প্রতিকার চেয়েছেন৷


প্রসঙ্গত, আগরতলায় টিআরটিসি সংলগ্ণ সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহের মেশিন প্রায়ই বিকল হয়ে পড়ে ৷ তাতে, অটো চালকরা হয়রানির শিকার হন ৷ আজ ফের ওই সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহের মেশিন পুরো বিকল হয়ে পড়ে ৷ ফলে, ভোর চারটা থেকে লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে অটো চালকরা ক্ষোভে ফেটে পড়েন ৷ জনৈক অটো চালকের কথায়, প্রায় সময় এই সিএনজি স্টেশনে গ্যাস পাওয়া যায় না ৷ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে গ্যাস না নিয়ে ফিরে যেতে হয়৷ তাতে, রোজগারে বিরাট প্রভাব পড়ে ৷ তিনি বলেন, আজ ভোর চারটা থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর ২-টা নাগাদ জানতে পেরেছি গ্যাস পাওয়া যাবে না ৷ ফলে, আজ রোজগারের কোনও সম্ভাবনা নেই ৷


অপর এক অটো চালক বলেন, রানিরবাজার বৃদ্ধিনগরে সিএনজি স্টেশনে কখনও গ্যাস সরবরাহে সমস্যা দেখা দেয় না ৷ কিন্তু, আগরতলা থেকে ওই সিএনজি স্টেশনটি অনেকটা দূরে হওয়ায় সবসময় সেখানে যাওয়া সম্ভব হয় না ৷ কিন্তু, টিআরটিসি সংলগ্ণ সিএনজি স্টেশনে পরিষেবা উন্নয়নে বহু অভিযোগ জানানো সত্বেও কোনও প্রতিকার মিলেনি আজও ৷ তাঁর কথায়, আগরতলা শহরে প্রত্যেক পেট্রোল পাম্পে সিএনজি পরিষেবা চালু করা হলে এ-ধরনের হয়রানি থেকে রেহাই মিলবে ৷


এদিন ক্ষুব্ধ অটো চালকরা সদর মহকুমাশাসকের কাছে এ-বিষয়ে নালিশ জানিয়েছেন ৷ পাশাপাশি, তাঁরা প্রতিকারের দাবিও জানিয়েছেন ৷ তবে, আদৌ এই সমস্যার স্থায়ী সমাধান হবে কিনা, সে-বিষয়ে সদর মহকুমাশাসকের কাছ থেকে কোনও আশ্বাস মিলেনি ৷ জনৈক অটো চালক জানিয়েছেন, সদর মহকুমাশাসক অফিসে ছিলেন না ৷ তাই, লিখিত অভিযোগ তাঁর অফিসে জমা দিয়েছি৷ এখন প্রতিকারের অপেক্ষায় রয়েছি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *