BRAKING NEWS

রাজ্যে বিমান পরিষেবায় নিয়েসংসদে সরব প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ রাজ্যের বিমান পরিষেবার উন্নয়নে সংসদে সরব হলেন রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিক৷ বৃহস্পতিবার লোকসভায় শূন্যকালে বিষয়টি উত্থাপন করে তিনি বিমান পরিষেবায় প্রতিবন্ধকতা দূর করার দাবি জানিয়েছেন৷


সংসদে তিনি বলেন, শীঘ্রই ত্রিপুরায় বিমান পরিষেবা বৃদ্ধি খুবই জরুরি হয়ে পড়েছে৷ কারণ, ত্রিপুরার জনসাধারণকে নানা প্রয়োজনে বহিঃরাজ্যে যেতে হচ্ছে৷ তাতে, যে সমস্ত প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে তার নিরসন বিশেষ প্রয়োজন বলে তিনি দাবি করেন৷


লোকসভায় দাঁড়িয়ে সাংসদ ভৌমিক অধ্যক্ষের মাধ্যমে দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হারদীপসিং পুরীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগরতলা থেকে দিল্লির জন্য এক জোড়া সরাসরি বিমান পরিষেবা দ্রুত শুরু করা হলে ত্রিপুরার মানুষ দারুণভাবে উপকৃত হবেন৷ একই সাথে আগরতলা ও কলকাতার মধ্যে বিমানেব সংখ্যা আরও বৃদ্ধি করা খুবই প্রয়োজন, মন্ত্রীর কাছে দাবি করেন তিনি৷


এদিকে, লোকসভা অধিবেশন শেষে ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হারদীপসিং পুরীর সাথে দেখা করে পরিষেবা উন্নয়নে লিখিতভাবেও প্রস্তাব দেন৷ সাংসদ প্রতিমা ভৌমিক জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরায় বিমান পরিষেবায় উন্নয়নে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *