BRAKING NEWS

৭ মাসের মধ্যে ফের ধাক্কা খেল আরবিআই, কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিলেন ডেপুটি গভর্নর বিরল আচার্য

মুম্বই, ২৪ জুন (হি.স.): বিগত ৭ মাসের মধ্যে পুনরায় ধাক্কা খেল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। কার্যকালের মেয়াদ শেষ হওয়ার প্রায় ছ’মাস আগেই ইস্তফা দিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র ডেপুটি গভর্নর বিরল আচার্য। ২০১৭ সালের ২৩ জানুয়ারি আরবিআই-এর ডেপুটি গভর্নর পদে যোগ দিয়েছিলেন বিরল আচার্য।

সূত্রের খবর, বিগত কয়েক মাস ধরে আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাসের মতামতের সঙ্গে সহমত পোষণ করেননি বিরল আচার্য। সম্ভবত আরবিআই-এর গভর্নরের সঙ্গে মতপার্থক্যের কারণেই কার্যকালের মেয়াদ শেষ হওয়ার প্রায় ছ’মাস আগেই ইস্তফা দিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র ডেপুটি গভর্নর বিরল আচার্য। প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নিয়ন্ত্রণে যথেষ্ট ক্ষমতা রিজার্ভ ব্যাঙ্কের হাতে দেওয়া হয়নি বলে কেন্দ্রকে বিঁধেছিলেন প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল। উর্জিতের পাশে দাঁড়িয়ে শীর্ষ ব্যাঙ্ককে স্বাধীনতা দেওয়ার পক্ষে জোরালো সওয়াল করতে গিয়ে কেন্দ্রকে এক হাতও নিয়েছিলেন ডেপুটি গভর্নর বিরল আচার্য। এবার বিরল নিজেই ইস্তফা দিয়ে দিলেন। এর আগে অরবিআই-কে জোরালো ধাক্কা দিয়ে ২০১৮ সালের ডিসেম্বরে ইস্তফা দিয়েছিলেন উর্জিত প্যাটেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *