BRAKING NEWS

৭.৩ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বান্দা সমুদ্র, কাঁপল উত্তর অস্ট্রেলিয়াও

জাকার্তা, ২৪ জুন (হি.স.): ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া| ভূকম্পন অনুভূত হল ইন্দোনেশিয়ার তানিমবার আইল্যান্ডের কাছে বান্দা সমুদ্রে| ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে উত্তর অস্ট্রেলিয়াতেও| যদিও, শক্তিশালী ভূকম্পন সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তাছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার বান্দা সমুদ্র ও তীরবর্তী প্রত্যন্ত এলাকায়| ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠের ২০৮ কিলোমিটার (১২৯ মাইল) গভীরে|

শক্তিশালী ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে ঘর-বাড়ি| আতঙ্কে প্রাণভয়ে বহু মানুষ ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়ান| যদিও, শক্তিশালী ভূমিকম্প সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ইন্দোনেশিয়ায় অনুভূত হওয়া ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে উত্তর অস্ট্রেলিয়াও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *