BRAKING NEWS

চিনে ফের ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি, জখম ৩১ জন

বেজিং, ২৩ জুন (হি.স.) : ভূমিকম্পে ফের কাঁপল চিন৷ চিনের সিচুয়ান প্রদেশের গঙজিয়ান এলাকা কেঁপে ওঠে৷ ইতিমধ্যেই ৩১ জনের আহত হওয়ার খবর মিলেছে৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪৷ আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে কেউই গুরুতর আহত হননি বলে খবর৷

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার রাত ১০.২৯ মিনিটে কেঁপে ওঠে৷ মাটি থেকে মাত্র ১০ কিমি ভিতরে ছিল কম্পনের উৎসস্থল৷ ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে৷ চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, এদিনের কম্পন গত ১৭ জুন হওয়া ভূকম্পের মতই তীব্র ছিল৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ওই ভূমিকম্পের কারণে প্রাণ হারান ১১ জন। একই সঙ্গে জখম হন ১২২ জন। চিনের দক্ষিণ পশ্চিমে সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল ছয়।

চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের দেওয়া তথ্য অনুসারে, ওই দিন রাত ১০টা বেজে ৫৫ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাত্র ১৬ কিলোমিটার গভীরে। ভূপৃষ্ঠ থেকে অদূরে এই কম্পনের উৎপত্তিস্থল হওয়ার কারণেই তীব্রতা বেশি ছিল এবং বেশ ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়৷ এই কম্পনের ফলে অনেক জায়গায় রাস্তায় ধ্বস নামে৷ যার ফলে সড়ক পরিবহন ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়৷ সিচুয়ান প্রদেশের অধিকাংশ রাস্তা বন্ধ করে দেওয়া হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *