BRAKING NEWS

ইচাবাজারে রেলের ধাক্কায় মহিলার মৃত্যু, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ ট্রেনের ধাক্কায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ শুক্রবার পশ্চিম জেলার আগরতলায় সুভাষনগর জগৎপল্লী এলাকায় এই ঘটনাটি ঘটেছে৷ স্থানীয় জনগণ এই মহিলার মৃত্যুর জন্য পুলিশের গাফিলতিকে দায়ি করেছেন৷ কারণ, খবর পেয়ে পুলিশ সময় মতো পৌছালে মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হতো৷ হয়তো তাঁকে বাঁচানো যেত, দাবি মৃতার বোনের ছেলের৷


আজ আগরতলায় সুভাষনগর জগৎপল্লী এলাকায় রেল লাইন পার হতে গিয়ে আগরতলা-ধর্মনগর ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন স্বপা গোপ৷ সকাল ৬টায় ওই ট্রেন তাকে ধাক্কা দিলে প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে পূর্ব আগরতলায় থানায় খবর দেন৷ কিন্তু, খবর পাওয়ার প্রায় দেড় ঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে৷ ততক্ষণে যন্ত্রণায় ছটফট করতে করতে মহিলার মৃত্যু হয়েছে৷


এলাকাবাসীর বক্তব্য, থানায় ঘটনাটি জানানো হলে নানা অজুহাত দেখানো হয়েছিল৷ বেলা ৭টা ২৫ মিনিট নাগাদ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছান৷ কিন্তু, ততক্ষণে ওই মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ তার কিছুক্ষণ পুলিশ ঘটনাস্থলে পৌছালে স্থানীয় জনগণ এবং মৃতার পরিবারের সদস্য বিক্ষোভ প্রদর্শন করেন৷


মৃতার বোনের ছেলে প্রসেঞ্জিত গোপ বলেন, তাদের সাথেই এক বাড়িতে থাকতেন স্বপা গোপ৷ কয়েক বছর যাবৎ ডায়াবেটিসে ভুগছিলেন৷ তিনি বলেন, তাঁর তিন কন্যা রয়েছে৷ আজ সকালে মেয়ের শ্বশুরকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওয়ানা করে দেওয়ার জন্য আগরতলা স্টেশনে গিয়েছিলেন৷ ফেরার পথে রেল লাইনের ধার দিয়ে ফিরছিলেন৷ তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি, রেলের শব্দ শুনে লাইন পার হতে গিয়ে ট্রেন ধাক্কা দেয়৷ তাতে তিনি ছিটকে পড়েন৷


এদিকে, স্থানীয় জনগণের বক্তব্য, দূর্ঘটনায় আহতদের পুলিশের অবর্তমানে হাসপাতালে নিয়ে যেতে নানা ঝক্কি ঝামেলা সহ্য করতে হয়৷ তাই, পুলিশ না আসা পর্যন্ত কেউ সাহস করে মহিলাকে হাসপাতালে নিয়ে যাননি৷ হয়তো, সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হলে তাঁকে বাঁচানো যেত৷


এ-বিষয়ে পূর্ব আগরতলা থানার পুলিশের বক্তব্য, খবর পেয়ে পুলিশের আসতে কিছুটা দেরি হয়েছে ঠিকই৷ তবে, দমকল কর্মীরা সঠিক সময়ে ঘটনাস্থলে পৌছেছে৷ কিন্তু, তার আগেই মহিলার মৃত্যু হয়েছে৷ স্থানীয় জনগণ তাতে ক্ষোভ প্রকাশ করেছে ঠিকই৷ কিন্তু, সময়মতো ব্যবস্থা নিয়েছে৷ তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জি বি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷
এদিকে, এই মৃত্যুর ঘটনাকে ঘিরে সুভাষনগর জগৎপল্লী এলাকায় দূর্ঘটনাস্থলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল৷ পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *