BRAKING NEWS

পিআর বাড়ি থানার সামনে দুটি পিস্তল দশটি কার্তুজসহ ৩ যুবক পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ আগ্ণেয়াস্ত্র-সহ তিনজনকে আটক করেছে পুলিশ৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার পিআরবাড়ি থানার সামনে তিনজন ধরা পড়েছে৷ তাদের কাছ থেকে দুটি জাপানি পিস্তল, দশ রাউন্ড তাজা কার্তুজ এবং ছয়টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার হয়েছে৷


পিআরবাড়ি থানার তদন্তকারী অফিসার সঞ্জয় দেববর্মা জানান, বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ একটি গাড়িতে আগ্ণেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল আগরতলার গান্ধীগ্রাম নিবাসী বিমান দাস (৩৯), নরসিংগড় ভাগলপুরের মৃণাল দত্ত (৩৮) এবং চালক বামুটিয়া জলিলপুরের রঞ্জন দাস৷ তিনি বলেন, গভীর রাতে থানার সামনে দিয়ে যাওয়ার সময় সন্দেহ হয় পুলিশের৷ তখন তল্লাশি করার জন্য গাড়িটি থামানো হয়৷ গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি জাপানে তৈরি পিস্তল, দশটি সক্রিয় কার্তুজ এবং ছয়টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার হয়েছে৷


পুলিশ অফিসার সঞ্জয় দেববর্মা আরও বলেন, তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রায় ৫১ হাজার টাকা এবং বাংলাদেশি ১২ হাজার টাকা উদ্ধার হয়েছে৷ অস্ত্র নিয়ে তারা কোথায় যাচ্ছিল সে সব ব্যাপারে জিজ্ঞাসাবাদে কী জানা গেছে সে সম্পর্কে কিছুই জানাননি তিনি৷ তবে, এই অস্ত্র নিয়ে যাওয়ার পেছনে রহস্য রয়েছে বলে অনুমান৷ এদিকে, শুক্রবার তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ৷ বিলোনিয়া এসডিজেএম আদালত তাদের চার দিনের জেল হেফাজতে পাঠিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *