BRAKING NEWS

আগরতলায় যাত্রী পরিবহনে আমূল পরিবর্তন, অটোরিক্সায় বাতিল হচ্ছে রুট পারমিট, চালু হবে মিটার, নামছে ২৫টি টাউন বাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন ৷৷ আগরতলা শহরে যাত্রী পরিবহনে আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার৷ রুট পারমিট পদ্ধতি তুলে দিয়ে মিটার অটো চালুর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা৷ পাশাপাশি, বহু বছর বাদে ফিরছে টাউন বাস পরিষেবা৷ মিটার অটো চালুর সাথে টাউন বাস পরিষেবাও শুরু করতে চলেছে রাজ্য সরকার৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত জানিয়েছেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, অটো চালক এবং যাত্রী, উভয়ের সুবিধায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

এদিন রতন লাল নাথ বলেন, আগরতলায় ৬৫৪৫টি অটোরিক্সা যাত্রী পরিবহনে নিয়োজিত রয়েছে৷ নির্দিষ্ট রুটে অটোরিক্সা যাতায়াতের অনুমতি রয়েছে৷ কিন্তু, আজ মন্ত্রিসভার বৈঠকে আগরতলা পুরনিগম এলাকার অটোরিক্সার ক্ষেত্রে রুট পারমিট ব্যবস্থা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরিবর্তে আগরতলা পুরনিগম এলাকার ২৪১টি রুটে মিটার অটো চালু করা হবে৷

তাঁর কথায়, এতোদিন আগরতলা পুরনিগম এলাকার ২৪১টি রুটের জন্য পারমিট নিতে হতো৷ এই নির্দিষ্ট রুটের বাইরে গেলে অটোচালককে ২০০০ টাকা জরিমানা দিতে হতো৷ এর ফলে অটোচালকদের বিভিন্ন সমস্যা দেখা দিতো৷ মিটার অটো চালু হলে অটোচালকরা আগরতলা পুরনিগম এলাকার যে কোনও রুটে যেতে পারবেন৷ যাত্রীসাধারণ এবং অটোচালকদের সুুবিধা হবে বলেই মনে করছে মন্ত্রিসভা৷ তাই, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

আইনমন্ত্রীর দাবি, মিটার অটো ব্যবস্থা চালু হলে অটোতে উঠলেই ন্যুনতম ২০ টাকা যাত্রীকে দিতে হবে৷ তবে, তিনজন যাত্রী উঠলেও ওই ২০ টাকাই দিতে হবে৷ তাঁর কথায়, মিটার অটো চালু হলে ১.৫ কিলোমিটার পর্যন্ত ২০ টাকা ৩ জন যাত্রীর জন্য নির্দিষ্ট থাকবে৷ ১.৫ কিলোমিটার থেকে ৪.১৬ কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে ৩০ টাকা৷ ৪.১৬ কিলোমিটারের পরে ভাড়া প্রতি কিমি ৭ টাকা ২০ পয়সা করে নির্ধারিত হবে৷

এদিকে, অটো চালকদের জন্য নির্দিষ্ট পোষাক নির্ধারণ করা হবে৷ সমস্ত অটো চালক একই ধরনের পোষাক পরবেন৷ তাছাড়া, তাঁদের প্রত্যেককে আইডি কার্ড দেওয়া হবে৷ তিনি জানান, আজ মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এখন পরিবহন দপ্তর সমস্ত প্রক্রিয়া শেষে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে৷

তবে, যাত্রীদের স্বার্থের কথা চিন্তা করে মিটার অটোরিক্সার পাশাপাশি ২৫টি টাউন বাস শীঘই চালু করার সিদ্ধান্ত আজকের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে, যোগ করেন আইনমন্ত্রী৷ তাঁর কথায়, টাউন বাস পরিষেবা আগরতলায় কার্য্যত উঠে গিয়েছে৷ কিন্তু, আগরতলায় ফের টাউন বাস পরিষেবা চালু করা হবে৷ মিটার অটো চালু হওয়ার একদিন আগে শহরে টাউন বাস পরিষেবা শুরু হবে৷ বাসগুলি সকাল সাড়ে ছ’টা থেকে রাত নয়টা পর্যন্ত বিভিন্ন রুটে চলাচল করবে৷ তিনি বলেন, ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে টাউন বাস পরিষেবা এবং মিটার অটো চালু হওয়ার কথা ছিল পূর্বতন সরকারের আমলেই৷ কিন্তু, পূর্বতন সরকার ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ পালন করেনি৷ তবে, বর্তমান সেই আদেশ পালনে পদক্ষেপ নিয়েছে৷

প্রসঙ্গত, অর্পণ সোসাইটি ত্রিপুরা হাইকোর্টে টাউন বাস পরিষেবা চালু করার জন্য মামলা করেছিল৷ ২০১৪ সালে হাইকোর্ট রাজ্য সরকারকে আগরতলা শহরে টাউন বাস পরিষেবা চালুর নির্দেশ দিয়েছিল৷ কিন্তু, তদানিন্তন সরকার সেই নির্দেশ কার্য্যকর করেনি৷ বর্তমান রাজ্য সরকার ত্রিপুরা হাইকোর্টের ওই নির্দেশ কার্য্যকরে উদ্যোগী হওয়ায় অর্পণ সোসাইটির পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *