BRAKING NEWS

চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে বেঘোরে মরল যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ চলন্ত রেলে দরজায় দাঁড়িয়ে ঝঁুকি নিয়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল এক যুবকের৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়া থানাধীন মনুরমুখ রেল ব্রীজে এই দূর্ঘটনায় স্তম্ভিত রেল যাত্রী সহ স্থানীয় জনগণ৷


আজ সকাল ৮টা ১০ মিনিট নাগাদ আগরতলা-বিলোনীয়া প্যাসেঞ্জার ট্রেন মনুরমুখ রেল ব্রীজ অতিক্রম করার সময় ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে ইন্দ্রজিৎ ভৌমিক নামে এক যুবকের৷ মনুবাজার থানাধীন দক্ষিণ শ্রীনগরের বাসিন্দা ইন্দ্রজিতের বয়স ১৯৷ খবর পেয়ে ছুটে আসেন তার বাবা নারায়ণ ভৌমিক৷ তিনি জানান, এবছর শ্রীনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল ইন্দ্রজিৎ৷ তার বড় ভাই বিশ্বজিৎ ভৌমিক ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্বদ্যিালয়ে এম.এ. করছেন৷ নারায়ণবাবুর জানান, বড় ভাইয়ের সাথে আগরতলায় আইটিআই কোর্সে ভর্তির জন্য গিয়েছিল ইন্দ্রজিৎ৷ কিন্তু, ভর্তি না হয়েই আজ একা বাড়ি ফিরছিল৷ তবে, তার বাড়ি ফেরা আর হল না, বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি৷


বিলোনীয়া থানার ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মনুরমুখ রেল ব্রীজ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তিনি বলেন, ট্রেন থেকে চিটকে পড়ে ইন্দ্রেিজতর মাথা পুড়ো থেতলে গিয়েছে৷ তার দেহ ব্রীজের উপর ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে৷ ওসি-র কথায়, রেল যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি, চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়ে কিছুটা বাইরের দিকে ঝঁুকে সেলফি নেওয়ার সময়ই ওই যুবক ছিটকে পড়ে যান৷ জনৈক যাত্রীর বক্তব্য, মুহুর্তের মধ্যে এমন ঘটনা চোখের সামনে ঘটতে দেখেও বিশ্বাস করতে পারছি না৷


পুলিশ জানিয়েছে, ওই যুবকের মৃতদেহ ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ এই ঘটনায় পুলিশ একটি মামলা নিয়েছে৷ সত্যিই ট্রেন থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে, নাকি এই ঘটনায় কোন রহস্য রয়েছে তা তদন্ত করে দেখবে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *