BRAKING NEWS

সাংসদ হিসেবে শপথ নিলেন প্রতিমা ভৌমিক ও রেবতিকুমার ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ সাংসদে হিসেবে শপথ নিলেন প্রতিমা ভৌমিক এবং রেবতিকুমার ত্রিপুরা৷ সংসদে আজ তাঁদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার ড় রবীন্দ্র কুমার৷ ত্রিপুরা থেকে এই প্রথম বিজেপি-র সাংসদ সংসদে পা দিয়েছেন৷ তাছাড়া, সংসদীয় রাজনীতিতেও ওই দুই নবনির্বাচিত সাংসদ প্রথম পা রেখেছেন৷


আজ দুপুরে সাংসদ প্রতিমা ভৌমিক এবং রেবতিকুমার ত্রিপুরা শপথ নেন৷ সন্ধ্যায় সাংসদ প্রতিমা ভৌমিকের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি হিন্দুস্থান সমাচার-কে জানান, আজ এক নতুন অভিজ্ঞতায় শিহরণ অনুভব করছি৷ রাজনীতিতে অনেকদিন ধরেই নানা দায়িত্ব সামলেছি৷ কিন্তু, এখন আরও বড় দায়িত্ব পেয়েছি৷ প্রতিমার কথায়, সংসদে ত্রিপুরার প্রতিনিধিত্ব করা আমার মতো একজন সাধারণ মানুষের কাছে অপ্রত্যাশিত৷ তবে, ত্রিপুরাবাসীর ভরসা এবং আস্থার পূর্ণ মর্যাদা দেওয়ার চেষ্টা করব৷


তিনি বলেন, সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে৷ কারণ, লোকসভায় সচেতকের দায়িত্বও দল আমাকে দিয়েছে৷ ফলে, রোজ নতুন নতুন বিষয় জানতে হচ্ছে৷ তাঁর বক্তব্য, লোকসভায় নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য অভিজ্ঞতা সঞ্চয় করে চলেছি৷ যখনই কিছু বোঝার প্রয়োজন হচ্ছে, তখনই সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন৷
প্রতিমার দাবি, দীর্ঘদিন বিজেপির কর্মী হিসেবে সব দায়িত্ব পালন করেছি৷ সাধারণ সম্পাদিকা হিসেবেও নিষ্ঠার সাথে কাজ করেছি৷ তাই, এখন উভয় দায়িত্ব সমানভাবে পালন করব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *