BRAKING NEWS

পুর নিগমের ২ নং ওয়ার্ডের কাউন্সিলারের বাড়িতে বিক্ষোভ মহিলাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন ৷৷ আগরতলা পুরপরিষদ-পুরনিগমে উন্নিত হলেও পুরনিগমের বর্ধিত এলাকার বাসিন্দারা এখনও পর্যন্ত পরিষেবার সুযোগ পাচ্ছেন না৷ তারা নিয়মিত পুর কর মিটিয়ে দিলেও ন্যায্য অধিকার ভোগ করতে পারছেন না৷ পুরনিগমের ২ নং ওয়ার্ডের কাউন্সিলারের কাজকর্মে তীব্র ক্ষোভ প্রকাশ করে ওয়ার্ড এলাকার মহিলারা কাউন্সিলারের বাড়িতে সোমবার প্রায় ২ ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করেন৷ পুরনিগমের ২নং ওয়ার্ডে প্রায় কুড়ি হাজার মানুষের বসবাস৷

এই এলাকাটি আগরতলা পুরনিগমের অন্তর্ভুক্ত হলেও পুরনিগম থেকে যেসব সুযোগসুবিধা পাওয়ার কথা ওইসব এলাকার জনগণ সেইসব সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ৷ ২নং ওয়ার্ডের নারায়ণপুর, উষাবাজার, ছিনাইহানি, বগার্দি সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন পুরনিগমের কাজকর্মে ক্ষোভে ফুঁসছেন৷ দীর্ঘদিন ধরে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছিল৷ সোমবার সকালে সেই ক্ষোভের বহির্প্রকাশ ঘটে৷ ওইসব এলাকার মহিলারা সংঘবদ্ধভাবে ২নং ওয়াডের্র কাউন্সিলারের বাড়িতে এসে বিক্ষোভ প্রদর্শন করেন৷ তারা জানতে চান কেন এই ওয়ার্ড এলাকার বিভিন্ন স্থানে কোনও ধরনের উন্নয়নমূলক কাজ সঠিকভাবে হচ্ছে না৷ তাদের সেই অভিযোগ বারবার খন্ডন করার চেষ্টা করেন কাউন্সিলার৷ কিন্তু বিক্ষোভকারী মহিলারা ওই মহিলা কাউন্সিলারের কোনও বক্তব্যই শুনতে রাজি হননি৷

তারা অভিযোগ করেন, কাউন্সিলারকে কখনই ওয়ার্ড অফিসে পাওয়া যায় না নানা প্রয়োজনে ওয়ার্ড অফিসে কাউন্সিলারকে না পেয়ে বিমুখ হয়ে নাগরিকদের ফিরে আসতে হয়৷ তিনি কেন ওয়ার্ড অফিসে যান না সে বিষয়েও জবাবদিহি চান এলাকাবাসী৷ ক্ষুব্ধ নাগরিকদের অভিযোগ ওইসব এলাকায় রাস্তাঘাটের বেহাল অবস্থা৷ স্ট্রিট লাইট নেই, জল নিষ্কাশনীর ড্রেন তৈরির কোনও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ পরিশ্রুত পানীয় জলের সঙ্কট রয়েছে৷ এসব বিষয়ে কাউন্সিলার কোনও সদুত্তর দিতে পারেননি৷ তিনি জানিয়েছেন, সিসি রোড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে৷ পুর নাগরিকদের প্রশ্ণবানে জর্জরিত হয়ে প্রায় ২ ঘণ্টা নিজ বাড়িতেই প্রায় অবরুদ্ধ অবস্থায় থাকতে হয়েছে কাউন্সিলারকে৷ অবশ্য তিনি তাদের আশ্বস্ত করেছেন শীঘ্রই জনগণের এইসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন৷ এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গৃহীত না হলে বঞ্চিত পুর নাগরিকরা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *