প্রয়াগরাজ, ১৮ জুন (হি. স.) : ২০০৫ সালের অযোধ্যা সন্ত্রাসী হামলা মামলায় প্রয়াগরাজের বিশেষ আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হল ৪ জন অপরাধী। এছাড়াও একজনকে বেকসুর খালাস করেছে আদালত। প্রয়াগরাজের আদালতে বিশেষ বিচারপতি এসসি /এসটি দীনেশ চন্দ্র এই মামলার শুনানি করেছেন। দীর্ঘদিন ধরে নৈনি সেন্ট্রাল জেলে বন্দি ছিল এই মামলার পাঁচ অপরাধী।
উল্লেখ্য, ২০০৫ সালের ৫ জুলাই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন দুইজন এবং আহত হয়েছিলেন বেশ কয়েকজন কিছু নিরাপত্তা কর্মী। এই মামলার পাঁচ অপরাধী ইরফান, মহম্মদ শাকিল, মহম্মদ নাসিম, মহম্মদ আজিজ ও ফারুক দীর্ঘদিন ধরে নৈনি সেন্ট্রাল জেলে বন্দি ছিল। বিগত ১৪ বছর ধরে চলা এই মামলার বিচার চলছিল। দীর্ঘ শুনানির পর বিচারক রায়ের দিন হিসাবে ১৮ জুন নির্ধারণ করেন। তদন্ত চলাকালীন ষড়যন্ত্রের পরিকল্পনা ও সন্ত্রাসীদের সহায়তা করার জন্য এই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, সন্ত্রাসী হামলার দিন লস্কর-ই-তৈবার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদীরা নেপালের দিয়ে ভারতে প্রবেশ করে। ঘটনার দিন ট্রেনে এবং অযোধ্যার ক্যাম্পাসে গ্রেনেড হামলা চালায় ওই পাঁচ সন্ত্রাসী।