BRAKING NEWS

বিহারে এনসেফেলাইটিস আতঙ্ক : মুজফফরপুরে শিশু-মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭

মুজফফরপুর (বিহার), ১৩ জুন  (হি.স.): এনসেফেলাইটিস রোগ নিয়ে দিন দিন চিন্তা ক্রমশই বাড়ছে বিহার সরকারের| বুধবার রাত পর্কন্ট বিহারের মুজফফরপুরে অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৪৩টি শিশুর| বৃহস্পতিবার দুপুরের মধ্যেই মৃত্যুর সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭| এদিন সিভিল সার্জন (মুজফফরপুর) ড. শৈলেশ প্রসাদ সিং জানিয়েছেন, অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোমে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৪৭টি শিশুর মৃত্যু হয়েছে| আক্রান্ত আরও কিছু শিশু বর্তমানে মুজফফরপুরের এসকেএমসিএইচ হাসপাতালে চিকিত্সাধীন|

বিহারের মুজফফরপুরে এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে যেভাবে শিশু-মৃত্যু হচ্ছে তা সত্যিই যথেষ্ট চিন্তার বিষয়| শিশু-মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| মুজফফরপুরের এসকেএমসিএইচ হাসপাতালের সুপার সুনীল শাহি জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০০-রও বেশি শিশু এসকেএমসিএইচ হাসপাতালে চিকিত্সাধীন| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *