BRAKING NEWS

অগ্ণিদগ্দ হয়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১১ জুন ৷৷ উত্তর জেলার কদমতলা থানাধীন সরসপুর এলাকায় ভয়াবহ অগ্ণিকাণ্ড৷ সরসপুর গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ডে ভয়াবহ অগ্ণিকাণ্ডে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে৷ মৃতার নাম সুমতি মালাকার৷ সাথে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে৷

গতকাল সন্ধ্যাবেলা চা করতে গিয়ে গ্যাসের উনুন থেকে আগুনের সূত্রপাত৷ তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি৷ মুহুর্তে গোটা রান্নাঘর আগুনের লেলিহান শিখায় গ্রাস করে ফেলে৷ রান্না ঘরে থাকা বিভিন্ন সামগ্রী সহ অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়৷ ঘরে থাকা সকল মানুষ প্রাণ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেও সুমতি মালাকার রান্না ঘর থেকে বের হতে পারেননি৷ ঘরের ভেতর অগ্ণিদগ্দ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধা মহিলার৷

এদিকে আগুন লাগার তিন ঘণ্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী৷ অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ দমকলের ইঞ্জিন সহ দমকল কর্মীরা দেরিতে আসায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন৷ তখন ঘটনাস্থলে ছুটে এসে কদমতলা থানার পুলিশ পরিস্থিতির সামাল দেয়৷ সুমতি মালাকারের দুই ছেলে ও একে মেয়ে রয়েছে৷ স্বামী অনিল মালাকার অনেক আগেই পরলোক গমন করেছেন৷ আগুনে পুড়ে ছাই রান্না ঘর সহ অন্যান্য আসবাবপত্র৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা৷ অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মী সঞ্জয় মল্লিক জানান, কদমতলা থেকে সরলা যাওয়ার রাস্তা বন্ধ থাকায় অনেক ঘুরে ঘটনাস্থলে যেতে হয়েছে দমকল কর্মীদের৷ তারা গিয়ে দেখেন আগুন নিয়ন্ত্রণে এসে গেছে৷ দমকল কর্মী সঞ্জয় মল্লিক আরও জানান, যে ঘরটিতে আগুন লেগেছে সেই ঘরে গুড়ের টিন সহ মাটিতে অনেক লোহার রড ছিল৷ আর এই রডের মধ্যে সুমতি মালাকারের পা আটকে যাওয়াতে তিনি ঘর থেকে বের হতে পারেননি৷ ঘরের ভিতরে অগ্ণিদগ্দ হয়ে তাঁর মৃত্যু হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *