BRAKING NEWS

রাজ্য থেকে হজে যাচ্ছেন ১০৬ জন, ধর্মনগরের হজযাত্রীদের শুভেচ্ছা জানালেন সাংসদ রেবতী ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন ৷৷ ত্রিপুরা থেকে এবার হজ করতে যাচ্ছেন ১০৬ জন এর মধ্যে ৬৯ জন পুরুষ এবং মহিলা রয়েছেন ৩৭ জন৷ উত্তর জেলা থেকে মোট ৩২ জন হজে যাবেন৷ তাদের মধ্যে একজন মহিলা এবং ২২ জন পুরুষ রয়েছেন৷

প্রসঙ্গত, প্রতি বছরের ন্যায় এবারও ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে উত্তর জেলা হজযাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল৷ হজ কমিটি হজযাত্রীদের সবাইকে বেশ পরিয়ে অভিনন্দন জ্ঞাপন করেছে৷ এদিন, সকাল ১১ টা নাগাদ ধর্মনগর বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা সাংসদ রেবতী ত্রিপুরা, ত্রিপুরা রাজ্যের হজ কমিটির চেয়ারপারসন জামাল উদ্দিন, ধর্মনগর মহকুমা শাসক সুব্রত কুমার দাস সহ অন্যান্য সমাজসেবী৷

হজ কমিটির পক্ষ থেকে সাংসদ রেবতী মোহন ত্রিপুরা এবং অন্যান্য অতিথিদেরকে পুষ্পস্তবক ও ব্যাজ পরিয়ে সংবর্ধনা জানানো হয়েছে৷ এ সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ রেবতী ত্রিপুরা এবং অন্যান্য অতিথিরা একটি গাছের মধ্যে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করেন৷ এদিন, সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে হজযাত্রীদের হাতে একটি ট্রলি ব্যাগ, একটি কোমরের ব্যাগ এবং একটি টাওয়েল তুলে দেন সাংসদ রেবতী ত্রিপুরা৷

আজ পূর্ব লোকসভা আসনে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, রাজ্যে শান্তির পরিবেশ বজায় থাকুক, সর্বদা সেই কামনা করি৷ তার কথায়, রাজ্যে যুগ যুগ ধরে সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক তা সুনিশ্চিত করা সকলের দায়িত্ব৷ তিনি বলেন, সকলের উন্নয়নে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেবেন৷

এদিকে, ধর্মনগর মহকুমা শাসক বলেন, হজযাত্রীদের যারা বাছাই হয়েছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি৷ তিনি বলেন, কদমতলা ব্লক থেকে ২২ জন, কালাছড়া ব্লক থেকে ৪ জন, ধর্মনগর পুর পরিষদ এলাকার ৩ জন এবং পানিসাগর থেকে ৩ জন বাছাই হয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *