BRAKING NEWS

বোকার মতো আচরণ করছেন যোগী, সাংবাদিক গ্রেফতারি প্রেক্ষিতে খোঁচা রাহুলের

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): ফ্রিল্যান্স সাংবাদিক প্রশান্ত কানোজিয়ার গ্রেফতারি নিয়ে সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| সাংবাদিককে গ্রেফতার করার প্রেক্ষিতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ‘বোকা’ বলেও বর্ণনা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাবমূর্তি ‘কালিমালিপ্ত’ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল দিল্লির ফ্রিল্যান্স সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে| এই গ্রেফতার নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে| মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে বলে অনেকে মন্তব্য করেন| গ্রেফতারের নিন্দা করে এই ঘটনাকে ‘আইনের কর্তৃত্ববাদী অপব্যবহার’ বলে বর্ণা করে এডিটরস গিল্ড| ঘটনাচক্রে এদিনই উত্তর প্রদেশ সরকারকে তীব্র ভত্সর্না করে প্রশান্তকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট|

তার আগে মঙ্গলবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খোঁচা দিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী লিখেছেন, ‘উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বোকার মতো আচরণ করছেন এবং গ্রেফতারি হওয়া সাংবাদিকদের মুক্তি দেওয়া উচিত|’ বিস্তারিতভাবে রাহুল টুইটারে লিখেছেন, ‘বিজেপি-আরএসএস-এর মদতে যত সাংবাদিক তাঁর সম্পর্কে ভুয়ো পোস্ট করেছেন, তাঁদের সবাইকে তিনি জেলে পুরলে দেশের সংবাদ মাধ্যমে কর্মচারীর অভাব পড়ত|…উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বোকার মতো আচরণ করছেন এবং গ্রেফতারি হওয়া সাংবাদিকদের মুক্তি দেওয়া উচিত|’

প্রসঙ্গত, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে ‘মানহানিকর ভিডিও’-র প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছিল সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে| প্রশান্তের গ্রেফতারি ‘অবৈধ’ ও ‘অগণতান্ত্রিক’, এই অভিযোগ তুলে জরুরি ভিত্তিতে তাঁর মুক্তি আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্ত্রী জাগিশা আরোরা| মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অজয় রস্তোগির অবকাশকালীন বেঞ্চে মামলাটি উঠলে উত্তর প্রদেশ সরকারকে রীতিমতো ভত্সর্না করে বলেন, ‘মতাদর্শ ভিন্ন হতেই পারে, তবে ওই টুইট পাবলিশ করা অথবা লেখা উচিত ছিল না তাঁর (প্রশান্ত)| কিন্তু, কিসের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হল|…নাগরিকদের স্বাধীনতার সঙ্গে কোনও সমঝোতা নয়, এটা সংবিধানে স্বীকৃত আর কোনওভাবেই তা খর্ব করা যাবে না|’ এরপর সর্বোচ্চ আদালত উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দেয়, ‘অবিলম্বে মুক্তি দেওয়া হোক সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে| মুক্তি দেওয়ার ক্ষেত্রে মহানুভবতা দেখান|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *