BRAKING NEWS

সপ্তদশ লোকসভা : প্রোটেম স্পিকার হতে চলেছেন বীরেন্দ্র কুমার

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): সপ্তদশ লোকসভার প্রোটেম স্পিকার হতে চলেছেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ ড. বীরেন্দ্র কুমার| মঙ্গলবার সরকারি সূত্রে এমনই জানা গিয়েছে| সাত-বারের সাংসদ ৬৫ বছর বয়সি বীরেন্দ্র কুমার মধ্যপ্রদেশের টিকামগড় থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন| প্রোটেম স্পিকার হিসেবে তিনিই নির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করাবেন| এর আগে পূর্বতন মোদী সরকারের আমলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন বীরেন্দ্র কুমার|

উল্লেখ্য, সপ্তদশ লোকসভার অধিবেশন শুরু হবে আগামী ১৭ জুন থেকে| চলবে ২৬ জুলাই পর্যন্ত| স্পিকার নির্বাচন করা হবে আগামী ১৯ জুন| নতুন সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে আগামী ৫ জুলাই| ১৭ জুন থেকে অধিবেশন শুরু হয়ে সেই দিন এবং তার পরের দিন, দু’দিন ধরে চলবে লোকসভার নির্বাচিত সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান| প্রথম দিন সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *