BRAKING NEWS

স্ট্রীট লাইট প্রকল্পের করুণ অবস্থা খুব শীঘ্রই ব্যবস্থা নেবে সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেখানে আগরতলা শহরকে স্মার্ট করার জন্য তৎপর রয়েছেন সেখানে আগরতলা পুর নিগমের তরফে একপ্রকার উদাসীনতা দেখাচ্ছে৷ রাজধানী আগরতলা শহরের তথা পুর নিগম এলাকার প্রায় চল্লিশ শতাংশ স্ট্রীট লাইট জ্বলছে না৷ তাতে জনগণের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে৷


অভিযোগ উঠেছে আগরতলা পুর নিগম যে সংস্থাকে এই স্ট্রীট লাইট সরবরাহ এবং সংযোগের দায়িত্ব দিয়েছে সেই সংস্থা সঠিক ভাবে কাজ করছে না৷ বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরে নেয়া হয়েছে বলে খবর৷ খুব শীঘ্রই এই ব্যাপারে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করতে চলেছে৷


জানা গিয়েছে, বাম শাসিত আগরতলা পুর নিগমের তরফ থেকে স্ট্রীট লাইট প্রকল্পের বরাত কেরালার একটি সংস্থাকে দিয়েছিল সাত বছরের জন্য৷ কিন্তু, গত এক বছর যাবত দেখা দিয়েছে শহরের স্ট্রীট লাইটগুলি ঠিকঠাক ভাবে কাজ করছে না৷ বর্তমানে অন্য একটি সংস্থা এই কাজের বরাত নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *