BRAKING NEWS

পানীয় জলের জন্য হাহাকার গন্ডাছড়ার বহু জনবসতিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ গণ্ডাছড়া মহকুমার সতেন রায় পাড়ার গিরিবাসীরা প্রশাসনিক নানা সুযোগ সুবিধা থেকে আজও বঞ্চিত৷ সাধীনতার ৭১ বছর পরও মৌলিক অধিকার ভোগ করতে পারছেন না গিরিবাসীরা৷ তাতে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছে৷ যেকোন সময় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে৷
ধলাই জেলার সবচেয়ে প্রত্যন্ত মহকুমা হল গণ্ডাছড়া মহকুমা৷ এই মহকুমার জনগন এখনও নানা সরকারী প্রকল্পের ধরা-ছোঁয়ার বাইরে৷ গণ্ডাছড়া-অমরপুর রাস্তার পার্শ্ববর্তী বাবুসাই এলাকার সতেন রায় পাড়ার উপজাতিরা এখনও পানীয় জলের জন্য চাতক পাখির মত প্রতীক্ষায় প্রহর গুনেন ৷

স্বাধীনতার ৭১ বছর পরও মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত৷ অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবাসহ নানা দিক থেকে তারা অবহেলিত৷ এখনও পর্যন্ত ঐ এলাকায় পরিশ্রুত পানীয় জলের কোন বন্দোবস্ত নেই৷ ডি ডব্লিও এস দপ্তর থেকে মাঝে মধ্যে ট্যাঙ্কারে করে পানীয় জল ঐ এলাকায় পৌঁছে দেওয়া হয়৷ কিন্তু নিয়মিত পানীয় জল পান না ঐ এলাকার গিরিবাসীরা৷ জলের অভাবে কম করেও ১৫দিন পর একবার স্নান করেন তারা৷ নিয়মিত ট্যাঙ্কারে জল সরবরাহ না করায় অনেক সময় ছড়া-নালা কিংবা কাঁচা কুয়োর অপরিশ্রুত জল পান করতে বাধ্য হন গিরিকন্দরের লোকজনরা৷ এইসব অপরিশ্রুত জল পান করে নানা জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন উপজাতিরা৷


অবিলম্বে ঐসব জনজাতি অধ্যুষিত এলাকায় পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাসহ অন্যান্য সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ অন্যথায় তারা যেকোন সময় বড় ধরনের আন্দোলনে শামিল হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন৷ এখন দেখার বিষয় উপজাতিদের জন্য ভোটের আগে যারা মায়া কান্না কেঁদেছিলেন তাদের হৃদয় উপজাতিদের জন্য কতখানি সদয় হয়৷ এখন সেটাই দেখার বিষয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *