BRAKING NEWS

জম্মু রেল স্টেশনের কাছে ভয়াবহ আগুন : পুড়ে ছাই ১৫০টি ঝুপড়ি, সর্বহারা অসংখ্য মানুষ

জম্মু, ৩ জুন (হি.স.): গভীর রাতে আগুন-আতঙ্ক জম্মু রেলওয়ে স্টেশনের কাছে মারাঠা মোহাল্লায়| আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল অন্ততপক্ষে ১৫০টি ঝুপড়ি| রবিবার রাতে জম্মু রেলওয়ে স্টেশনের কাছে মারাঠা মোহল্লায় ভয়াবহ আগুন লাগে| বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্ততপক্ষে ১৫০টি ঝুপড়ি, আগুনে পুড়ে যাওয়া ১৫০টি ঝুপড়ির মধ্যে ৪১টি ঝুপড়িতে রোহিঙ্গারা বসবাস করত| বিধ্বংসী অগ্নিকাণ্ডে গৃহহীন হয়ে পড়লেন অসংখ্য মানুষ|

সোমবার সকালে ঝুপড়িতে বসবাসকারী বাসিন্দারা জানিয়েছেন, ‘রবিবার রাতে ভয়াবহ আগুন লাগে মারাঠা মোহাল্লাতে| হাওয়ার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন| তত্ক্ষণাত্ অবগত করা সত্ত্বেও, প্রায় এক ঘন্টা পর আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন| ততক্ষণে আগুনে পুড়ে যায় অসংখ্য ঝুপড়ি| প্রশাসনের পক্ষ থেকেও কেউ আসেনি|’ পুলিশ ও দমকল সূত্রের খবর, রবিবার রাতে জম্মু রেল স্টেশন থেকে কিছুটা দূরে মারাঠা মোহল্লায় ভয়াবহ আগুন লাগে| আগুনের লেলিহান শিখায় শতাধিক ঝুপড়ি পুড়ে গিয়েছে| তবে, হতাহতের কোনও খবর নেই| এদিকে, দমকল দেরিতে আসায় ও প্রশাসনের কেউ না আসায় ক্ষোভে ফেটে পড়েছেন ঝুপড়ির বাসিন্দারা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *