BRAKING NEWS

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলাম, দলের জন্য থেকে গেলাম : মমতা

কলকাতা, ২৫ মে (হি.স.): “মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চেয়েছিলাম। আমার কাছে চেয়ার বড় নয়| এই অবস্থায় মুখ্যমন্ত্রীর কাজ করা সম্ভব নয়”|  শনিবার কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠকে একথাই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  । তবে দল মানতে চায়নি বলেই মুখ্যমন্ত্রী পদে থাকতে হচ্ছে জানালেন তৃণমূল নেত্রী|

এদিন মমতা জানান, “একটাই শর্তে মুখ্যমন্ত্রী থাকতে রাজি, যদি সবাই একজোট হয়ে কাজ করে”| মমতা আজ অভিযোগ করে বলেন, “নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করেছে| আমাদের তরফে অনেক অভিযোগ করা হয়েছে কিন্তু সেইসব নিয়ে মাথা ঘামায়নি কমিশন”|

তৃণমূল সুপ্রিমোর আরও অভিযোগ, “জরুরি অবস্থা জারি করে ভোট করা হয়েছে| উদ্দেশ্যপ্রনোদিত ভাবেই আমাকে কোনও কাজ করতেই দেওয়া হয়নি ছয়মাস ধরে| কমিশনের দয়ায় ক্ষমতাহীন মুখ্যমন্ত্রী ছিলাম আমি|”

 মানুষ অপছন্দ করায় তাঁর বিবেকে লেগেছে বলেও এদিন আক্ষেপ করেন তিনি|তবে আসন কমলেও ভোট বেড়েছে বলে দাবি তাঁর| লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে ক্যামেরার সামনে আসতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাড়ি থেকে বেরোননি তিনি। গেরুয়া ঝরে কার্যত ধুলিস্মাত হতে বসেছে ঘাসফুল| এই সময়ে মমতার ইস্তফা দিতে চাওয়া কার্যত ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার ইঙ্গিতই দিচ্ছে| যদিও দলের ইচ্ছেয় তিনি কাজ করবেন বলেও জানিয়েছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *