BRAKING NEWS

পরাজয়ের ভয়ে ভীত মমতা, তাই গণতন্ত্রের কণ্ঠরোধ : দেবেন্দ্র ফড়ণবিশ

মুম্বই ও কলকাতা, ১৫ মে (হি.স.): শান্তিপূর্ণভাবেই চলছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র শোভাযাত্রা|কিন্তু, রোড শোয়ে ইট ছুড়ে আক্রমণ চালিয়ে প্রথমে গোলমাল বাধায় তৃণমূল| এমনকি রোড শো শুরু হওয়ার আগেই পোস্টার-ফেস্টুন খুলে দিয়ে প্ররোচনা সৃষ্টির চেষ্টা চালিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার| তাণ্ডব চলে বিদ্যাসাগর কলেজে|দ্বিশতবর্ষে ভেঙে ফেলা হয় মহামনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি| অমিত শাহের রোড শোয়ে হামলার ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| বুধবার সকালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দেবেন্দ্র ফড়ণবিশ বলেছেন, ‘পরাজয়ের ভয়ে ভীত মমতাজী, তাই গণতন্ত্রের কণ্ঠরোধ করছেন তিনি| এমনকি কাউকে প্রচারও করতে দিচ্ছেন না তিনি|’ এই হামলার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের আর্জি জানিয়ে দেবেন্দ্র ফড়ণবিশ জানিয়েছেন, ‘অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের কাছে আমার বিশেষ অনুরোধ|’

এদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-এর বিরুদ্ধে কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় দায়ের হল এফআইআর|পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতির রোড শো-কে কেন্দ্র করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগে বিজেপির বিরুদ্ধে নিন্দায় সরব বিরোধীরা| সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| ৱুধবার রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *