নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ সরকারী নির্ভরতার মানসিকতার পরিবর্তনে স্বনির্ভর হওয়ার চিন্তাধারায় রাজ্যে কমেছে বেকারত্ব৷ কারণ, স্বনির্ভর হওয়ার জন্য গত এক বছরে চার লক্ষাধিক বেকার বিভিন্ন স্কিমে ঋণ নিয়েছেন৷

এদিকে, কর্মসংস্থান নিয়ে সমীক্ষার রিপোর্টে অনেকটাই স্বস্তিতে ত্রিপুরায় বিজেপি জোট সরকার৷ সিএমআইই-র রিপোর্ট অনুযায়ী দেশে ১১টি রাজ্যে বেকারত্ব কমেছে৷ তার মধ্যে সবেচেয়ে বেশী কমেছে ত্রিপুরাতে৷ সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ত্রিপুরায় ৭.১ শতাংশ বেকারত্ব গত এক বছরে কমেছে৷ কিন্তু, রাজ্য সরকারের দাবি বেকারত্ব কমেছে ৮.২ শতাংশ৷ তবে, বেকারত্বের হার কমে যাওয়া সম্ভব হয়েছে শুধু স্বনির্ভরতা বেড়ে যাওয়ায়, তাতে স্বাভাবিকভাবেই, শাসকদল বিজেপির বুক ফুলে অনেকটাই চওড়া হয়ে গিয়েছে৷
পরিসংখ্যানে দেখা গিয়েছে, ২০১৮-১৯ অর্থ বছরে মুদ্রা স্কীমে ঋণ দেওয়া হয়েছে ৪ লক্ষ ২৯ হাজার ৭১১ জনকে৷ তাঁরা মোট ঋণ পেয়েছেন ১৭৮৮ কোটি ৫০ লক্ষ টাকা৷ এছাড়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কীমে ১১৮ জনকে ১৯ কোটি ১৯ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে৷ একইভাবে, প্রধানমন্ত্রী এমপ্লয়েমেন্ট গ্যারান্টি প্রোগ্রামের অধীন ২ হাজার ৪৫৯ জনকে ৭ কোটি ৬৮ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে৷ তাছাড়া, স্বালম্বন প্রকল্পে ৭১৪৪ জন ৩৫ কোটি ১৭ লক্ষ টাকা ঋণ পেয়েছেন৷
এছাড়া এক বছরে ১৪০০ শিক্ষক নিয়োগ হয়েছে এবং টিএসআর এর দুটি নতুন ব্যাটেলিয়ানে ২০১৪ জন আরও নিয়োগ হবে৷
রাজ্যের পরিসংখ্যান দপ্তরের জনৈক আধিকারীকের কথায়, এতদিন ত্রিপুরাতে সরকার নির্ভরতা ছিল সবচেয়ে বেশী৷ কিন্তু, রাজ্যে সরকার পরিবর্তনের সাথে সাথেই এই চিন্তাধারাতেও পরিবর্তন আনা হয়েছে৷ সরকার নির্ভরতার বদলে স্বনির্ভর করে তোলার দিকেই বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার৷ তাঁর কথায়, গত এক বছরে বিভিন্ন প্রকল্পে ৪ লক্ষ ৩৯ হাজার ৪৩২ জন ঋণ পেয়েছেন৷ স্বাভাবিকভাবেই, তাঁরা স্বনির্ভর হতে পেরেছে তা রাজ্য সরকার ধরে নিতেই পারে৷ এছাড়াও, বিনামূল্যে গাভী, হাঁস ইত্যাদিও বিলি করা হয়েছে৷ গবাদী গশু ও হাঁস প্রতিপালনের মাধ্যমেও স্বনির্ভর হওয়া যায় মনে করে রাজ্য সরকার৷
সিএমআইই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, দেশে ১১টি রাজ্যে বেকারত্বের হার কমেছে৷ তার মধ্যে ত্রিপুরায় বেকারত্বের হার সবেচেয়ে বেশী ৭.১ শতাংশ কমেছে৷ কিন্তু, রাজ্য সরকার বেকারত্বের হার আরও বেশী কমেছে বলে দাবি করছে৷ রাজ্য সরকারের দাবি আগে ৩১.১ শতাংশ বেকারত্বের হার ছিল ত্রিপুরাতে৷ যা এখন কমে দাঁড়িয়েছে ২২.৯ শতাংশ৷ তাতে ৮.২ শতাংশ গত এক বছরে বেকারত্ব কমেছে বলে দাবি করছে বিজেপি জোট সরকার৷ সরকারের বক্তব্য গত এক বছরে বেকারদের ঋণ দেওয়ার পাশাপাশি আনারস বহিঃরাজ্য এমনকি বহিঃবিশ্বে পাঠানো, সহায়ক মূল্যে ধান ক্রয় এবং বাজেটে দক্ষতা বিকাশ খাতে অধিক অর্থ বরাদ্দই স্বনির্ভরতার ক্ষেত্রকে প্রসারিত করেছে৷ পাশাপাশি, বেড়েছে সিডি রেসিও৷ রাজ্যের অর্থ দপ্তর সূত্রে খবর, ২০১৮ সালের ৩১ সিম্বের পর্যন্ত সিডি রেসিও বেড়ে হয়েছে ৫৪ শতাংশ৷