BRAKING NEWS

আমাকে আক্রমণের জন্য দায়ী বিজেপি : কেজরিওয়াল

নয়াদিল্লি, ৪ মে (হি. স.) : মতি নগরে আক্রমণের পর সেই আক্রমণের জন্য ভারতীয় জনতা পাটিকেই (বিজেপি) দায়ী করলেন অরবিন্দ কেজরিওয়াল। \”আমার উপর হামলার জন্য বিজেপি ও নরেন্দ্র মোদী দায়ী। আমার উপর এমন হামলা ঘটনার তদন্ত করতে না পারলে, নরেন্দ্র মোদীর ইস্তফা দেওয়া উচিত।\” শনিবার নয়াদিল্লি নিবার্চনী এলাকায় আম আদমি পার্টি (আপ)-র সমর্থনে মতি নগরে একটি রোড শো-এ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আচমকাই সপাটে চড় মারে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয় আপ সমর্থকরা। ঘটনার পর এদিন অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, \”আমাকে আক্রমণ করার জন্য বিজেপি লোক পাঠায়।\” দিল্লি পুলিশের অবশ্য দাবি, ধৃত ব্যক্তি আম আদমি পার্টিরই সদস্য ও কর্মী।


প্রসঙ্গত, শনিবার মতি নগরে রোড শো চলাকালীন একটি খোলা জিপে ছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আচমকাই লাল টি-শার্ট পড়া এক যুবক ওই জিপের ওপর চড়ে এবং সর্বসম্মখেই সপাটে এক চড় কষিয়ে দেয় মুখ্যমন্ত্রীর গালে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধরে ফেলে আপ সমর্থকরা এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পশ্চিম দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার মনিকা ভরদ্বাজ জানিয়েছেন, ধৃত ব্যক্তির নাম সুরেশ (৩৩)। কৈলাশ পার্কে খুচরো যন্ত্রাংশের কারবার রয়েছে তার। তবে ঠিক কি কারণে এমন কাজ সে করল সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শনিবারের ঘটনার পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, \”আমার ওপর এই নিয়ে গত পাঁচ বছরে ৯ বার হামলা হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাকে ৫ বার আক্রমণ করা হয়েছে। মোদীর বিরুদ্ধে লড়াই করছি বলেই আমাকে বারবার আক্রমণ করা হয়েছে। আমি মোদীর বিরুদ্ধে কথা বলি তাই আমাকে বার বার আক্রমণ করা হচ্ছে।\”অন্যদিকে, এমন ঘটনার নিন্দা করে এদিন উত্তর-পূর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত বলেছেন, \”অরবিন্দ কেজরিওয়ালের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানাই, কারওর ওপরই এমন হামলা করা উচিত নয়।\”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *