BRAKING NEWS

প্রাকৃতিক দুর্যোগের কারণে উড়ান বাতিল দুর্ভোগে বিমানযাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে ৷৷ প্রাকৃতিক দুর্যোগে বিমান যাত্রা বন্ধ হয়ে যাওয়ায় আগরতলাতেও বিপাকে পড়েছেন বিমান যাত্রীরা৷ গন্তব্যস্থলে যাওয়ার লক্ষ্যে যাত্রীরা সকালে বিমানবন্দরে এসে বিমুখ হয়ে ফিরে যেতে বাধ্য হন৷ তাদেরকে পরবর্তীতে বিমানের টিকিট প্রদান করা হয়েছে৷প্রাকৃতিক দুর্যোগের কারণে কলকাতা বিমানবন্দর বন্ধ রাখার ফলে জটিল সমস্যায় পড়েছেন আগরতলা বিমানবন্দর থেকে যাতায়াতকারী বিমান যাত্রীরাও৷ শনিবার সকাল থেকেই আগরতলা বিমানবন্দরে আটকে পড়েন যাত্রীরা৷ কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হওয়ার ফলে আগরতলাতেও সমস্যা দেখা দিয়েছে৷ দীর্ঘ প্রতীক্ষায় দিন গুণতে হচ্ছে যাত্রী সাধারণকে৷ শুক্রবা আগরতলা বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা জানান, অনেকেই জরুরি কাজে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন৷

কিন্তু প্রাকৃতিক দুর্যোগ সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে৷ শনিবার যাদের বিমান যাত্রার কথা ছিল তাদেরকে দু-তিনদিন পরে বিমান যাত্রার টিকিট পুনরায় যাত্রীদের হাতে ধরিয়ে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ৷ আগরতলা বিমানবন্দর থেকে বাংলাদেশের অনেক যাত্রীরাও ভারতের বিভিন্ন রাজ্যে যাতায়াত করে থাকেন৷ তারাও আগরতলায় এসে আটকে পড়েছেন৷ এক বিমান যাত্রী জানান আগামী ৬ তারিখ পুনরায় বিমান যাত্রার টিকিট তাকে প্রদান করা হয়েছে৷ এক মহিলা যাত্রী জানান উনার মেয়ে জাপানে যাওয়ার জন্য আগরতলা থেকে বিমান যাত্রার টিকিট কেটেছিলেন৷

কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সবকিছু ওলটপালট করে দিয়েছে৷ ওই যাত্রী জানান আগরতলা থেকে বাগডুগরা একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে৷ ওই বিমানে যাওয়ার সুযোগ করে দেওয়া হলে তারা উপকৃত হবেন৷ কেননা, রবিবার ব্যাঙ্গালোর থেকে জাপানে যাওয়ার বিমান টিকিট রয়েছে তাদের৷ আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আগরতলা থেকে বিমানের যাত্রা স্থগিত রাখার কোনও কারণ নেই৷ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ফনী ঘূর্ণিঝড়ের কারণে বিমানবন্দর বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন৷ সে কারণেই আগরতলায় বিমানের যাত্রা বাতিল হয়েছে৷দু-তিনদিনের মধ্যেই বিমান পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা ব্যক্ত করেছেন আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *