BRAKING NEWS

পুলিশি হয়রানি বন্ধের দাবিতে যুব-কংগ্রেএনএসইউআই-এর মিছিল আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ সারা রাজ্যজুড়ে যুব-কংগ্রেস এবং কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই সদস্যদের উপর পুলিশ অহেতুক নির্যাতন চালাচ্ছে, এই অভিযোগে আজ শুক্রবার সন্ধ্যায় আগরতলায় এক বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে এই দুই সংগঠন৷
মিছিলের শুরুতে এনএসইউআই- এর ত্রিপুরা প্রদেশ কমিটির সহ-সভাপতি সম্রাট রায় সংবাদ মাধ্যমকে জানান, রাজ্য সরকারের জনবিরোধী কাজকর্মের প্রতিবাদ করলে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর জনবিরোধী কাজের প্রতিবাদ জানালে বা এর বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করলে পুলিশ যুবকংগ্রেস এবং এনএসইউআই সদস্যদের থানায় ডেকে নিয়ে হয়রানি করে৷

এমন-কি জোর করে তুলে নিয়ে যায়, ভয় ভীতি প্রদর্শন করে৷ তা অবিলম্বে বন্ধ করতে হবে৷এদিন সন্ধ্যায় সংগঠনের সদস্য-সদস্যারা আগরতলার পোস্টফিস চৌমুহনি এলাকার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে৷ মিছিলটি পশ্চিম আগরতলা থানার সামনে এসে শেষ হয়৷ এখানে তাঁরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান৷ মিছিলে অংশগ্রহনকারীদের হাতে ছিল রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা সংবলিত প্ল্যা-কার্ড৷ পরে সদর মহকুমার এসডিপিও ধ্রুব নাথ এসে তাঁদেরকে বিক্ষোভ বন্ধ করে আলোচনা করার জন্য আহ্বান জানান৷ এসডিপিও-র আহ্বানে সাড়া দিয়ে তাঁরা বিক্ষোভ বন্ধ করে থানায় বসে তাঁদের দাবি নিয়ে কথা বলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *