BRAKING NEWS

দাম বাড়ল রান্নার গ্যাসের

কলকাতা, ১ মে (হি.স) : লোকসভা নির্বাচন চলাকালীনই দাম বাড়ল রান্নার গ্যাসের। এই বর্ধিত দাম কার্যকর হল ১ মে থেকে। বুধবার কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইতে কার্যকর হল এই বর্ধিত মূল্য |

বুধবার থেকে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হল ৭৩৮ টাকা ৫০ পয়সা, দিল্লিতে ৭১২ টাকা ৫০ পয়সা, মুম্বইতে ৬৮৪ টাকা ৫০ পয়সা ও চেন্নাইতে ৭২৮ টাকা। এছাড়া কলকাতায় ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম হয়েছে, ৪৯৯ টাকা ২৯ পয়সা, দিল্লিতে ৪৯৬ টাকা ১৪ পয়সা, মুম্বইতে ৪৯৩ টাকা ৮৬ পয়সা ও চেন্নাইতে ৪৮৪ টাকা ২ পয়সা।

এদিন ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের মোট দাম বাড়নো হয়েছে ৬ টাকা ৷ অন্যদিকে দিল্লি ও মুম্বইতে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম বাড়নো হয়েছে, ০.২৮ পয়সা এবং ০.২৯ পয়সা৷ ওই সিলিন্ডারগুলির ওজন ১৪.২ কিলোগ্রাম। এদিন ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন তাদের ওয়েব সাইটে রান্নার গ্যাসের এই বর্ধিতর হিসেব তুলে ধরেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *