BRAKING NEWS

পাকিস্তানের নাম শুনলে পা কাঁপে মহাভেজাল জোটের : প্রধানমন্ত্রী

মুজফফরপুর, ৩০ এপ্রিল (হি.স.) : দেশের নিরাপত্তার দিক দিয়ে সন্ত্রাসবাদই যে সব থেকে বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার বিহারের মুজফফরপুরের নির্বাচনী জনসভায় তা ফের একবার বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি জঙ্গিদের কোনও ভাবেই যে রেয়াত করা হবে না তাও এদিনের জনসভা থেকে স্পষ্ট করে দিয়েছেন তিনি। এদিন প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিরা যেখানে গাঁ ঢাকা দিক না কেন। নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তাদের ঘরে ঢুকে মারবে। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে জঙ্গিরা সাধারণ মানুষের উপর হামলা চালায়। দেশের ভেতর হোক বা বাইরে জঙ্গি তৈরি কারখানাগুলি গুড়িয়ে দেওয়াই চৌকিদারের লক্ষ্য। ভারতের জন্য যা বিপদজনক সে সকল জঙ্গিদের ঘরে ঢুকে মারা হবে। পাশাপাশি জঙ্গি দমনে কংগ্রেস এবং তাদের সহযোগীদের ব্যর্থতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে দৃঢ় পদক্ষেপ না নেওয়ার নজির মহাভেজাল জোটের রয়েছে। পাকিস্তানের নাম শুনলে এদের পা কাঁপতে থাকে। সেই কারণে সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক এই সকল রাজনৈতিক দলের কাছে অ্যালার্জির বিষয়। দেশজুড়ে সন্ত্রাসবাদ দমন করার প্রকৃত সদিচ্ছা বিজেপি সরকারের রয়েছে। এমনকি বিভাজনকামী শক্তির বিরুদ্ধেও লড়ে চলেছে বিজেপি। কংগ্রেসের আমলে প্রায়ই দেশজুড়ে ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়া যেত, কিন্তু বিগত পাঁচ বছরে তেমন কোনও ঘটনাই এনডিএ-র আমলে ঘটেনি। জঙ্গি দমনে নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিতে কখনই পিছুপা হবে না বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার।

দুর্নীতি প্রসঙ্গে কংগ্রেসকে বিঁধে প্রধানমন্ত্রী বলেন, জনগণ থেকে যে অর্থ তারা লুঠ করেছে তার প্রতিটি টাকা গরিবদের ফিরিয়ে দিতে হবে। ক্রিশ্চিয়ান মিশেলকে যে ভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ঠিক একই ভাবে দুর্নীতিতে যুক্ত বাকিদেরও দেশে ফিরিয়ে আনা হবে। আরজেডির বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য বিহারকে জাতপাতের নামে ভাগ করেছে। কেন্দ্রে দুর্বল সরকার গড়াই এই রাজনৈতিক দলের লক্ষ্য। আসন্ন নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার যে বিপুল ভাবে জয়যুক্ত হতে চলেছে তার উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন্‌, ঐতিহাসিক জয়ের দিকে এগিয়েছে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *