BRAKING NEWS

ক্রমশই ঊর্ধ্বমুখী তাপমাত্রা : গরমে ওষ্ঠাগত প্রাণ, লখনউ-তে স্কুলের সময়সূচি পরিবর্তন

লখনউ, ২৯ এপ্রিল (হি.স.): মাত্রাতিরিক্ত গরমের দাপটে গত কয়েকদিন ধরেই নাজেহাল উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্তের মানুষজন। প্রতিদিনই একটু একটু করে বাড়ছে তাপমাত্রার পারদ। গরমে কাহিল রাজধানী লখনউবাসী। এমতাবস্থায় পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বিশেষ ঘোষণা করলেন লখনউ-এর জেলা ম্যাজিস্ট্রেট। লখনউ-এর সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট স্কুলের সময়সূচি পরিবর্তনের নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

লখনউ-এর জেলা ম্যাজিস্ট্রেট-এর নির্দেশ অনুযায়ী-মাত্রাতিরিক্ত গরমের কারণে সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট স্কুলের সময়সূচি পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ এপ্রিল থেকে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পঠনপাঠন শুরু করতে হবে সকাল ৭.৩০ মিনিট থেকে, সকাল ৭.৩০ মিনিট থেকে শুরু হয়ে পঠনপাঠন চলবে দুপুর বারোটা পর্যন্ত। পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন চলবে দুপুর একটা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *