BRAKING NEWS

দেশের ভবিষ্যত নিয়ে মোটেও উদ্বিগ্ন নয় মহাভেজালরা : প্রধানমন্ত্রী

কনৌজ ও হারদোই, ২৭ এপ্রিল (হি.স.): মহাভেজলরা শুধুমাত্র নিজেদের ভবিষ্যত নিয়েই চিন্তিত| তাঁরা দেশের ভবিষ্যত নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়| শনিবার উত্তর প্রদেশের কনৌজের নির্বাচনী জনসভায় সপা-বসপা-সহ বিরোধীদের মহাজোটকে তীব্র আক্রমণ করে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

এদিন মহাজোটকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মহাভেজলরা শুধুমাত্র নিজেদের ভবিষ্যত নিয়েই চিন্তিত| দেশের ভবিষ্যত নিয়ে তাঁদের কোনও মাথাব্যথা নেই|’ বহুজন সমাজ পার্টি (বসপা)-র সুপ্রিমো মায়াবাতীকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বেহেনজি অত্যন্ত খুশি হয়েই সমাজবাদী পার্টির জন্য ভোট চাইছেন| শুধুমাত্র ক্ষমতার লোভে, শুধুমাত্র মোদীকে পরাজিত করার জন্য| বাবাসাহেবকে যাঁরা অপমান করেছিল আপনি এখন তাঁদের সঙ্গেই আলিঙ্গন করছেন|’

মহাজোটকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, ‘মহাভেজাল মানুষজন, সমস্ত চেষ্টাই করে দেখুন…ফের কে আসতে চলেছে….’ তখন জনসভা থেকে ভেসে আসে, ‘মোদী-মোদী-মোদী’| কনৌজ ছাড়াও এদিন উত্তর প্রদেশের হারদোই-এর জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী| হারদোই-এর জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত, কেন্দ্রে একটি রিমোট কন্ট্রোল সরকার চলতো, দেশে সেই সময় মাত্র দু’টি মোবাইল প্রস্তুতকারক কোম্পানি ছিল, কিন্তু বিগত পাঁচ বছরের মধ্যে ১২৫টিরও বেশি মোবাইল প্রস্ততকারক ফ্যাক্টরি রয়েছে ভারতে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *