BRAKING NEWS

মোরাবাদে উত্তেজনা : সাইকেল চিহ্নে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে আর্জি, প্রহৃত পোলিং অফিসার

মোরাদাবাদ (উত্তর প্রদেশ), ২৩ এপ্রিল (হি.স.): ভোটগ্রহণকে ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর প্রদেশের মোরাদাবাদের একটি বুথে| অভিযোগ, মোরাদাবাদের ২৩১ নম্বর বুথে একজন পোলিং অফিসার সমাজবাদী পার্টির প্রতীক ‘সাইকেল’ চিহ্নে ভোট দেওয়ার জন্য বলছিলেন ভোটারদের| এই অভিযোগে বিজেপি কর্মীরা ওই পোলিং বুথে ঢুকে পোলিং অফিসারকে মারধর করেন| পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন| এই ঘটনার জেরে ওই বুথে বেশ কিছুক্ষণের মধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যহত হয়|

‘সাইকেল’ চিহ্ন সমাজবাদী পার্টির দলীয় প্রতীক| বিজেপির অভিযোগ, মোরাদাবাদের ২৩১ নম্বর বুথে একজন পোলিং অফিসার সমাজবাদী পার্টির প্রতীক ‘সাইকেল’ চিহ্নে ভোট দেওয়ার জন্য বলছিলেন ভোটারদের| এই অভিযোগে বিজেপি কর্মীরা ওই পোলিং বুথে ঢুকে পোলিং অফিসারকে মারধর করেন| পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পরিস্থিতি সামাল দেয়| এই ঘটনার জেরে ওই বুথে বেশ কিছুক্ষণের মধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যহত হয়| সূত্রের খবর, এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *