BRAKING NEWS

বিচার ব্যবস্থার স্বাধীনতা ভয়াবহ হুমকির সম্মুখীন, আক্ষেপ প্রধান বিচারপতির

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): যৌন হেনস্থার অভিযোগ এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে| প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন, প্রধান বিচারপতিরই প্রাক্তন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট একজন মহিলা| শীর্ষ আদালতের ২২ জন বিচারপতির কাছে হলফনামা জমা দিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওই মহিলা| প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সংক্রান্ত অনলাইন মিডিয়া রিপোর্টের প্রেক্ষিতে শনিবার সকালে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে শুনানি|

এমতাবস্থায় নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির মতে, ‘বিচার ব্যবস্থার স্বাধীনতা ভয়াবহ হুমকির সম্মুখীন| বিচারব্যবস্থাকে অস্থিতিশীল করার জন্য একটি বড় ষড়যন্ত্র|’ সমস্ত অভিযোগ খণ্ডন করে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, ‘বিচার ব্যবস্থার স্বাধীনতা ভয়াবহ হুমকির সম্মুখীন| আমার বিরুদ্ধে আনা অভিযোগে মর্মাহত| চারটি মিডিয়া হাউস বিস্তারিতভাবে খবরও প্রকাশিত করেছে|’ প্রধান বিচারপতির মতে, বিচারব্যবস্থাকে অস্থিতিশীল করার জন্য একটি বড় ষড়যন্ত্র|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *