BRAKING NEWS

কংগ্রেস থেকে ইস্তফা দিলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী, যোগ দিতে চলেছেন শিবসেনায়

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচন চলাকালীন ফেল দলবদল। এবার ভাঙন কংগ্রেসে। দিনকয়েক আগেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করেছিলেন কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী। এবার শুক্রবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে পদত্যাগপত্র পেশ করেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। আর ঠিক তারপরেই শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানান, এদিনই শিবসেনায় যোগ দেবেন সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র মুখপাত্র প্রিয়াঙ্কা। দলগত কারণ এবং দলের কয়েকজন নেতার সঙ্গে মতবিরোধ ও সংঘাতের পর এবং নিজের আত্মসম্মান বজায় রাখতে কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও পদত্যাগপত্রে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

এদিন সকালে প্রথম নিজের টুইটার বায়ো থেকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির মুখপাত্রের পদ মুছে ফেলতে দেখা যায় তাঁকে। এরপর থেকেই শুরু হয় জল্পনা। কিছু সময় পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে লেখা তাঁর পদত্যাগপত্রটি প্রকাশ্যে আসে। চিঠিতে তিনি জানান, কিছুদিন আগে উত্তরপ্রদেশের মথুরায় প্রিয়াঙ্কা চতুর্বেদীর একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেসের কিছু দলীয় কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, এমনকি তাঁকে হুমকিও দেওয়া হয়। তাই আত্মসম্মান বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপরই জল্পনার মোড় পাল্টে যায়- কোন দলে যোগ দিতে চলেছেন প্রিয়াঙ্কা? আরও কিছু সময় পর শিবসেনার পক্ষ থেকে সঞ্জয় রাউত জানান, এদিনই শিবসেনার যোগ দেবেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। এ ব্যাপারে অবশ্য বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল জানান, “ঠিক আছে, এটা কংগ্রেস আর প্রিয়াঙ্কার মধ্যেকার ব্যাপার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *