BRAKING NEWS

প্রদ্যুতের গ্রেপ্তার চাইল বিজেপি, কংগ্রেস জানাল, নিগৃহীত যুবক মামলা করতে চায়নি, পুলিশ মামলা নিয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ থানায় ঢুকে অভিযুক্ত যুবককে মারধোরের ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোরের গ্রেপ্তার চাইল বিজেপি৷ দলের সভাপতির তরফে সাফাই দিতে গিয়ে প্রদেশ কংগ্রেসের দাবি, নিগৃহীত যুবক মামলা করতে চায়নি৷ কিন্তু, পুলিশ মামলা নিয়েছে৷ তাতে, প্রদেশ কংগ্রেস দলের সভাপতির অন্যায়ের পাশে দাঁড়িয়ে রাজনীতির পারদ চরমে তুলে দিয়েছে বলেই দাবি রাজনৈতিক মহলের৷

বৃহস্পতিবার রাতে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ(বাঁয়ে) এবং পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক(ডানে)৷

বৃহস্পতিবার রাতে সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা তথা শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, থানায় ঢুকে যুবককে চড় মেরে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রমাণ করেছেন রাজ্যে নির্বাচনী সন্ত্রাসের পেছনে কংগ্রেসের হাত রয়েছে৷ তাঁর দাবি, নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যে অস্থিরতার পেছনে বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে, তা এখন স্পষ্ট হয়ে গিয়েছে৷ তাঁর আরও দাবি, প্রদেশ কংগ্রেসের চক্রান্তেই এডিজি আইন-শৃঙ্খলার দায়িত্ব থেকে রাজীব সিংকে নির্বাচন কমিশন অপসারণ করেছে৷ রতন লাল নাথ থানায় ঢুকে যুবককে মারধোরের ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোরের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন৷

এদিকে, প্রদেশ কংগ্রেস দলের রাজ্য সভাপতির অন্যায়ের পাশে দাঁড়িয়েছে৷ প্রদেশ কংগ্রেস সভাপতির তরফে সাফাই দিতে গিয়ে সাংবাদিক সম্মেলনে পশ্চিম আসনে দলীয় প্রার্থী সুবল ভৌমিক বলেন, তুলাশিখরে আক্রমণের শিকার হয়েছেন পূর্ব আসনে প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণ৷ তাতে, অভিযুক্ত যুবককে থানায় মেরেছে পিসিসি সভাপতি৷ কিন্তু, নিগৃহীত যুবক পিসিসি সভাপতির বিরুদ্ধে মামলা করতে চায়নি৷ পুলিশ স্বতপ্রনোদিত হয়ে মামলা নিয়েছে৷ এই অন্যায়ে প্রদেশ কংগ্রেসের পাশে দাঁড়ানোতে রাজ্যজুড়ে কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *