BRAKING NEWS

লোকসভা নির্বাচন : ভোটগ্রহণ চলছে ৯৫টি সংসদীয় আসনে, ভোট দিলেন নির্মলা সীতারমণ-সহ বিশিষ্টজনেরা

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): ঘড়ির কাঁটায় সকাল সাতটা| কেন্দ্রশাসিত অঞ্চল-সহ দেশের ১২টি রাজ্যে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ| বৃহস্পতিবার উনিশের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ১২টি রাজ্যের মোট ৯৫টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে| দ্বিতীয় দফায় বৃহস্পতিবার যে সমস্ত রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে, সেই সমস্ত রাজ্যগুলি হল-তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, অসম, বিহার, ওডিশা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর ও মণিপুর| দ্বিতীয় দফায় ত্রিপুরা পূর্ব লোকসভা আসনেও ভোটগ্রহণ হওয়ার কথা ছিল| কিন্তু, নিরাপত্তা সংক্রান্ত কারণে ত্রিপুরা পূর্ব লোকসভা আসনের ভোটগ্রহণ ১৮ এপ্রিলের বদলে ২৩ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে| আপাতত ভোটগ্রহণ বন্ধ রয়েছে তামিলনাড়ুর ভেলোরেও|

দ্বিতীয় দফায় তামিলনাড়ুর ৩৮টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, কর্ণাটকের ১৪টি আসনে, মহারাষ্ট্রের ১০টি আসনে, উত্তর প্রদেশের ৮টি আসনে, অসমের ৫টি আসনে, বিহারের ৫টি আসনে, ওডিশার ৫টি আসনে, ছত্তিশগড়ের ৩টি আসনে, পশ্চিমবঙ্গের ৩টি আসনে, জম্মু ও কাশ্মীরের দু’টি আসনে, এবং পুদুচেরি ও মণিপুরের একটি করে আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে| লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে কোটিপতি প্রার্থীর সংখ্যা হল-৪২৭ জন|

ভোটগ্রহণ শুরু হওয়ার ঘন্টা দুয়েকের মধ্যেই ভোটাধিকার প্রয়োগ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ-সহ বিশিষ্টজনেরা। বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত জয়ানগরের ৫৪ নম্বর পোলিং বুথে ভোট দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। ভোটাধিকার প্রয়োগ করেছেন বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী তথা দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। অন্যদিকে, তামিলনাড়ুর শিবগঙ্গা লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত করাইকুড়িতে ভোট দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, পি চিদম্বরম-এর স্ত্রী নলিনী চিদম্বরম, ছেলে কার্তি চিদম্বরম এবং পুত্রবধূ শ্রীনিদী রঙ্গারাজন। চেন্নাই সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত স্টেল্লা মারিস কলেজের পোলিং বুথে ভোট দিয়েছেন তামিল অভিনেতা তথা রাজনীতিক রজনীকান্ত। চেন্নাইয়ের আলওয়ারপেট কর্পোরেশন স্কুলের পোলিং বুথে ভোট দিয়েছেন কমল হাসান এবং তাঁর কন্যা শ্রুতি হাসান। তামিলনাড়ুর সালেম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এডাপ্পাদিতে ভোট দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী। এছাড়াও মহারাষ্ট্রের সোলাপুরে ভোট দিয়েছেন কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডে, পুদুচেরিতে ভোট দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদি, মণিপুরের রাজধানী ইমফলে ভোট দিয়েছেন রাজ্যপাল নাজমা হেপতুল্লা।

অসম : দ্বিতীয় দফায় অসমের পাঁচটি আসনে ভোটগ্রহণ হচ্ছে| পাঁচটি আসন হল-করিমগঞ্জ, সিলচর, স্বশাসিত জেলা, মঙ্গলদোই এবং নগাঁও|

বিহার : দ্বিতীয় দফায় বিহারের কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, ভাগলপুর এবং বাঙ্কা লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে|

ছত্তিশগড় : দ্বিতীয় দফায় ছত্তিশগড়ের রাজনন্দগাঁও, মহাসামুন্দ এবং কাঙ্কের লোকসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে|

জম্মু ও কাশ্মীর : জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এবং উধমপুর এই দু’টি লোকসভা আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে|

কর্ণাটক : দ্বিতীয় দফায় কর্ণাটকের মোট ১৪টি আসনে ভোটগ্রহণ হচ্ছে| সংসদীয় আসনগুলি হল-উদুপি চিকামগালুর, হাসান, দক্ষিণ কন্নড়, চিত্রদূর্গা, টুমকুর, মাণ্ড্য, মহীশূর, চামরাজানগর, বেঙ্গালুরু গ্রামীণ, বেঙ্গালুরু উত্তর, বেঙ্গালুরু সেন্ট্রাল, বেঙ্গালুরু দক্ষিণ, চিক্কাবল্লাপুর এবং কোলার|

মহারাষ্ট্র : দ্বিতীয় দফায় মহারাষ্ট্রের ১০টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে| লোকসভা আসনগুলি হল-বুলধানা, আকোলা, অমরাবতী, হিঙ্গোলি, নান্দেদ, পরভণী, বীড, ওসমানাবাদ, লাতুর এবং সোলাপুর|

মণিপুর : দ্বিতীয় দফায় আভ্যন্তরীণ মণিপুর লোকসভা আসনে ভোটগ্রহণ হবে|

ওডিশা : দ্বিতীয় দফায় ওডিশার বারগড়, সুন্দেরগড়, বোলাঙ্গির, কান্ধামাল এবং আসকা, এই পাঁচটি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে|

পুদুচেরি : দ্বিতীয় দফায় পুদুচেরি লোকসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে|

তামিলনাড়ু : দ্বিতীয় দফায় তামিলনাড়ুর মোট ৩৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে| এই আসনগুলি হল-কাঞ্চিপুরম, আরাক্কোনাম, কৃষ্ণাগিরি, ধরমপুরী, তিরুভান্নামালাই, আরানি, ভিলুপ্পুরম, কাল্লাকুরিচি, সালেম, নামাক্কাল, এরোডে, তিরুপ্পুর, নীলগিরি, কোয়েম্বাটুর, পোল্লাচি, ডিন্ডিগুল, কারুর, তিরুচিরাপল্লি, পেরামবালুর, কোড্ডালোর, চিদম্বরম, মায়িলাদুথুরাই, নাগাপট্টিনাম, থাঞ্জাভুর, শিবগঙ্গা, মাদুরাই, থেনি, ভিরুধুনগর, রমন্তপুরম, তুতিকোরিন, তেনকাসি, তিরুনেলভেলি এবং কণ্যাকুমারী| প্রসঙ্গত, বিপুল পরিমাণ নগদ উদ্ধারের প্রেক্ষিতে তামিলনাড়ুর ভেলোর কেন্দ্রে ভোট আপাতত বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার, লোকসভা ভোটের দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা ছিল রাজ্যের ভেলোর-সহ ৩৯টি কেন্দ্রে। স্বাধীন ভারতে সম্ভবত এই প্রথম টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগের জেরে কোনও লোকসভা কেন্দ্রে ভোট বাতিল হল।

উত্তর প্রদেশ : দ্বিতীয় দফায় উত্তর প্রদেশে আটটি সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে| এই আটটি সংসদীয় আসন হল-নাগিনা, আমরোহা, বুলন্দশহর, আলিগড়, হাথরাস, মথুরা, আগ্রা এবং ফতেহপুর সিক্রি|

পশ্চিমবঙ্গ : লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, রায়গঞ্জ এবং দার্জিলিং-এই তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে|

উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচন এবার সাত দফায় সম্পন্ন হবে| যে সাতটি দফায় ভোট হবে তার মধ্যে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে গত ১১ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে ১৮ এপ্রিল| এরপর তৃতীয় দফার ভোট ২৩ এপ্রিল, চতুর্থ দফার ভোট ২৯ এপ্রিল, পঞ্চম দফার ভোট ৬ মে, ষষ্ঠ দফার ভোট ১২ মে এবং সপ্তম তথা অন্তিম দফার ভোটগ্রহণ হবে ২৯ মে| ফলাফল ঘোষণা হবে ২৩ মে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *