BRAKING NEWS

ছত্তিশগড়ে ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর, এনকাউন্টারে খতম বিজেপি বিধায়ক ‘হত্যাকারী’ দু’জন মাওবাদী

রায়পুর, ১৮ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলায় এনকাউন্টারে খতম হয়েছে দু’জন কুখ্যাত মাওবাদী| নিহত মাওবাদীরা বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি ও পাঁচজন পুলিশ কর্মীকে হত্যার ঘটনায় জড়িত| অভিযান শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র| দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে দান্তেওয়াড়া জেলার কুয়াকোণ্ডা থানার অন্তর্গত ধানিকার্কা এলাকায় ঘন জঙ্গলে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বসাতে এসেছিল ওই দু’জন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি)| ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অ্যান্টি-নকশাল অপারেশন) পি সুন্দররাজ জানিয়েছেন, অভিযান চলাকালীন মাওবাদী এবং ডিআরজি জওয়ানদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে এনকাউন্টারে খতম হয়েছে দু’জন মাওবাদী| গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে দু’জন মাওবাদীর দেহ এবং একটি ৩১৫ বোরে বন্দুক|

এই এনকাউন্টার প্রসঙ্গে দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব আরও জানিয়েছেন, বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি এবং পাঁচজন পুলিশ কর্মীকে হত্যার ঘটনায় জড়িত ছিল এই দু’জন মাওবাদী| নিহত দুই মাওবাদীর মধ্যে একজনের নাম হল, এসিএম ভার্গেসি| এই এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর জন্য বিরাট সাফল্য| পুলিশ সুপার আরও জানিয়েছেন, এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র| অন্যদিকে, দ্বিতীয় দফার লোকসভা ভোট চলাকালীন ছত্তিসগড়ের রাজনন্দগাওঁ জেলায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন একজন আইটিবিপি জওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *