BRAKING NEWS

বংশানুক্রমিক রাজনীতি এখন গুরুত্বপূর্ণ নয়, দেশের সমস্যাই প্রধান ইস্যু : ভোট দেওয়ার পর প্রতিক্রিয়া কুমারস্বামীর

বেঙ্গালুরু, ১৮ এপ্রিল (হি.স.): বংশানুক্রমিক রাজনীতি এখন গুরুত্বপূর্ণ ইস্যু নয়| প্রধান ইস্যু হল দেশের সমস্যা| কর্ণাটকের রামনগরমে ভোট দেওয়ার পর এমনই মন্তব্য করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী| এদিন সকালে কুমারস্বামী ছাড়াও তাঁর স্ত্রী অনিতা কুমারস্বামী এবং ছেলে নিখিল (মাণ্ড্য লোকসভা আসনের জেডিএস প্রার্থী)-রামনগরম থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন| ভোট দেওয়ার পর সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে কুমারস্বামী বলেছেন, ‘বংশানুক্রমিক রাজনীতি এখন গুরুত্বপূর্ণ ইস্যু নয়| প্রধান ইস্যু হল দেশের সমস্যা| শুধুমাত্র বংশানুক্রমিক রাজনীতি এবং আঞ্চলিক দলগুলির জন্যই, দেশের বিভিন্ন রাজ্যের উন্নতি হয়েছে| বিজেপির সমালোচনায় আমরা মোটেও উদ্বিগ্ন নই|’

দ্বিতীয় দফায় কর্ণাটকের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন জেডিএস প্রার্থী এইচ ডি দেবেগৌড়া| তিনি কর্ণাটকের টুমকুর কেন্দ্রের প্রার্থী| চিবল্লারপুর-এর প্রার্থী হলেন কংগ্রেসের এম বীরাপ্পা মইলি, বেঙ্গালুরু দক্ষিণ কেন্দ্রের প্রার্থী বিজেপির তেজস্বী সূর্য, বেঙ্গালুরু উত্তরের প্রার্থী বিজেপি সদানন্দ গৌড়া| এদিন সকাল সকাল কর্ণাটকের হাসান থেকে সস্ত্রীক ভোট দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস নেতা এইচ ডি দেবেগৌড়া| দ্বিতীয় দফায় কর্ণাটকের মোট ১৪টি আসনে ভোটগ্রহণ হচ্ছে| সংসদীয় আসনগুলি হল-উদুপি চিকামগালুর, হাসান, দক্ষিণ কন্নড়, চিত্রদূর্গা, টুমকুর, মাণ্ড্য, মহীশূর, চামরাজানগর, বেঙ্গালুরু গ্রামীণ, বেঙ্গালুরু উত্তর, বেঙ্গালুরু সেন্ট্রাল, বেঙ্গালুরু দক্ষিণ, চিক্কাবল্লাপুর এবং কোলার| নির্বাচন কমিশন সূত্রের খবর, সকাল ন’টা পর্যন্ত কর্ণাটকে ভোট পড়েছে মাত্র ১.১৪ শতাংশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *