BRAKING NEWS

ভুল তথ্য ছড়ালে জুতোপেটা করব : রাজ বব্বরকে হুমকি বিএসপি নেতার

ফতেপুর সিক্রি, ১৬ এপ্রিল (হি.স.): শুরু হয়ে গিয়েছে দেশের সপ্তদশ সাধারণ নির্বাচন। এর মধ্যেও রাজনৈতিক নেতাদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি অব্যাহত। উত্তর প্রদেশের ফতেপুর সিক্রির বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রার্থী ভগবান শর্মা ওরফে গুড্ডু পন্ডিত তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাজ বব্বরকে। ভুল তথ্য ছড়ালে জুতোপেটা করবেন বলে এমনই ভাষায় মঙ্গলবার রাজ বব্বরকে আক্রমণ করেন বিএসপি নেতা গুড্ডু পন্ডিত। এই নিয়ে চলতি লোকসভা নির্বাচনের সময় চারবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেন ফতেপুর সিক্রির এই বিএসপি প্রার্থী।

এদিন কংগ্রেস নেতা রাজ বব্বর ও তাঁর দলের সদস্যদের কুকুরের সঙ্গে তুলনা করে বিএসপি নেতা মন্তব্য করেন, “সুন লো রাজ বব্বরকে কুত্তো, তুমকো অউর তুমহারে নেতা নাচনিওকো দওরা দওরাকে জুতোসে মারুঙ্গা জো ঝুট ফেহেলায়েগা সমাজ মে। জাহাঁ মিলেগা গঙ্গা মা কি সওগন্ধ তুঝে জুতোসে মারুঙ্গা, তুঝে অউর তেরে দালালোকো।” এমন ভাষায় মন্তব্য করায় স্বাভাবিকভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে, রাজ বব্বর এদিন পাল্টা আক্রমণ করে বলেছেন, “ওনার বাবা-মা সম্ভবত ওনাকে ভালো শিক্ষাই দিয়েছেন, কিন্তু তা তাঁর কাছে না পৌঁছালে রাজ বব্বরের কি ক্ষমতা যে তাঁকে কিছু বলবেন?” উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগে আরও তিনবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে ফতেপুর সিকরির বিএসপি প্রার্থী গুড্ডু পন্ডিতের বিরুদ্ধে। এছাড়াও, তাঁর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় তোলাবাজি সহ মোট সাতটি ফৌজদারি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *