BRAKING NEWS

ভোটদান আমাদের অধিকার, নাগপুরে ভোটাধিকার প্রয়োগের পর বার্তা মোহন ভাগবতের

নাগপুর, ১১ এপ্রিল (হি.স.): ভোটদান আমাদের অধিকার| তাই প্রত্যেকেরই ভোটাধিকার প্রয়োগ করা উচিত| বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের নাগপুর সংসদীয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করার পর এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত| শুধুমাত্র মোহন ভাগবত নন, এদিন সকাল ৬.৫০ মিনিট নাগাদ ভোট দিয়েছেন আরএসএস-এর সরকার্যবাহ ভাইয়াজি যোশী|

প্রথম দফায় মহারাষ্ট্রের নাগপুর-সহ ৭টি আসনে (নাগপুর, ওয়ার্ধা, রামটেক, ভাণ্ডারা-গোণ্ডিয়া, চন্দ্রপুর, গড়চিরৌলি-চিমুর এবং ইয়াবাতমাল-বাশিম আসন) ভোটগ্রহণ হচ্ছে| এদিন ভাগ্য নির্ধারণ হবে ১২২ জন প্রার্থীর| প্রধান রাজনৈতিক দলগুলি হল-বিজেপি এবং এসএস, কংগ্রেস এবং এনসিপি| মহারাষ্ট্রে মোট পোলিং সেন্টারের সংখ্যা হল-১৪৩৭১| নাগপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি| এদিন ভোটাধিকার প্রয়োগ করার পর আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত বলেছেন, ‘ভোটদান অপরিহার্য এবং প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ দায়িত্ব| দেশের নিরাপত্তা এবং উন্নয়নের জন্য ভোটদান করুন|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *