BRAKING NEWS

উদয়পুরে মুখ্যমন্ত্রী বিপ্লব, আগরতলায় বিরোধী দলনেতা সহ কংগ্রেস ও বাম প্রার্থী সুবল এবং শঙ্করপ্রসাদের ভোটদান

আগরতলা, ১১ এপ্রিল (হি. স.) : সারা ভারতের সঙ্গে সংগতি রেখে সপ্তদশ লোকসভার নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব চলছে ত্রিপুরার এক আসনে। স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটে পর্যন্ত। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। ইতিমধ্যে সকাল নয়টায় গোমতি জেলার উদয়পুর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে গিয়ে নিজের ভোট প্রদান করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। ভোট দিয়ে বুথের বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের জয় নিশ্চিত। মানুষের উৎসাহ সেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন তিনি।

এদিন বিরোধী দলনেতা মানিক সরকার আগরতলায় শিশু বিহার স্কুলে ভোট দেন। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি জানান, নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী জয়ী হবেনই।

অন্যদিকে পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক আগরতলার বয়েজ বোজং স্কুলে নিজের মতাধিকার প্রয়োগ করেছেন। পশ্চিম আসনের প্রার্থী সুবল ভৌমিক আগরতলার বয়েস বোজং স্কুলে নিজের মতাধীকার প্রয়োগ করেন। ভোট দিয়ে সুবল অভিযোগ করেছেন, রাজধানী শহরে ভোট সন্তোষজনক হলেও গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় শাসক দলীয় কর্মীরা বিরোধী ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে। তাঁরা এ বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন বলে জানান সুবল।

অপরদিকে বামফ্রন্ট প্রার্থী শঙ্করপ্রাসাদ দত্ত আগরতলার হিন্দি স্কুলে ভোট প্রদান করেছেন। ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন এভাবে শান্তিপূর্ণ ভোট দিতে পারলে বাম প্রার্থীর জয় নিশ্চিত।

প্রসঙ্গত, পশ্চিম ত্রিপুরা আসনে মোট ১৩ জন প্রার্থীর ভাগ্য ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে বন্দি করবেন ১৩ লক্ষ ৬৭ হাজার ৩৭৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লক্ষ ৮২ হাজার ১২২ জন এবং মহিলা ভোটার ৬ লক্ষ ৬৫ হাজার ২৪৮ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা সাত।

সূত্রের খবরে জানা গেছে, এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। কোনও জায়গা থেকে এখন পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জানা গেছে, ভোট পর্ব শুরুর প্রথম আধ ঘণ্টার মধ্যে ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের লাইন সে রকম দেখা না গেলেও এখন ধীরে ধীরে প্রতিটি বুথে ভিড় বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *