BRAKING NEWS

পাকিস্তানের ভাষায় কথা বলছে কংগ্রেস, মহারাষ্ট্রের লাতুরে আক্রমণ প্রধানমন্ত্রীর

লাতুর (মহারাষ্ট্র), ৯ এপ্রিল (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণ অব্যাহত| ভোটের দিন যতই এগিয়ে আসছে বাকযুদ্ধও আরও বাড়ছে| মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের লাতুরে আয়োজিত জনসভায় কংগ্রেস নেতৃত্বকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

প্রধানমন্ত্রীর কথায়, ‘পাকিস্তানের ভাষায় কথা বলছে কংগ্রেস দল|’ প্রধানমন্ত্রীর জনসভা শুরু হওয়ার বহু সময় আগে থেকেই নির্বাচনী জনসভা উপস্থিত ছিলেন প্রচুর সংখ্যক মানুষ| ভিড়ে থিকথিক করছিল জনসভা| এদিন জনসভায় ভাষণ রাখার শুরুতেই জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আমি এখানে আসার পর শুনলাম, অত্যধিক গরম সত্ত্বেও আপনারা সকাল ৯.৩০ মিনিট থেকে এখানে বসে আছেন| আপনাদের এই ‘তপস্যা’ আমি বৃথা হতে দেব না| আমি সুদ সমেত আপনাদের তা ফেরত দেব|’’
এরপরই কংগ্রেসকে তুলোধনা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সন্ত্রাসবাদীদের ডেরায় ঢুকে মারব| এটাই নতুন ভারতের নীতি| সন্ত্রাসবাদকে আমরা পরাস্ত করেই ছাড়ব, এটাই আমাদের সঙ্কল্প| তাঁরা বলছে, দেশ থেকে নাকি দেশদ্রোহিতার আইন সরিয়ে দেব| আমি কংগ্রেস নেতৃত্বকে বলতে চাই, আয়নায় নিজেদের মুখ দেখুন| আপনাদের মুখে মানবাধিকারের অধিকারের কথা শোভা পায় না| কংগ্রেসিরা বাল সাহেব ঠাকরের ভোটদানের অধিকার কেড়ে নিয়েছিল|’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরে পৃথক প্রধানমন্ত্রীর দাবিতে যারা কথা বলছে, কংগ্রেস এবং এনসিপি তাঁদেরকেই সমর্থণ করছে| শরদজী, আপনি এই ধরনের মানুষকে সমর্থণ করছেন! কংগ্রেস দলের কাছ থেকে মানুষের কোনও প্রত্যশা নেই, কিন্তু শরদজী আপনিও! আপনাকে কি এটা মানায়?’ এরপরই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ঘনিষ্ঠদের বাড়িতে আয়করের দফতরের অভিযান এবং নগদ টাকা উদ্ধার হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘গতকাল ও পরশু আপনারা হয়তো দেখে থাকবেন, কংগ্রেস ঘনিষ্ঠদের বাড়ি থেকে বাক্সতে করে নোট বেরিয়েছে| নোট দিয়ে ভোট কেনার এই পাপ আগেও তাঁদের রাজনৈতিক সংস্কৃতি ছিল, এখনও তাই রয়েছে| এঁরা বিগত ছ’মাস ধরে বলছে ‘চৌকিদার চোর হ্যায়’, কিন্তু নোট কোথা থেকে বেরোল? সত্যিকারের চোর কারা?’

উল্লেখ্য, মঙ্গলবার ধরলে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আর মাত্র দু’দিন বাকি| মহারাষ্ট্রের লাতুর ছাড়াও, এদিনই কর্ণাটকের চিত্রদূর্গা এবং মহীসূরে রাজনৈতিক জনসভা করবেন প্রধানমন্ত্রী| লোকসভা নির্বাচনের অন্তিম দফার ভোটগ্রহণ হবে আগামী ১৯ মে| ফলাফল ঘোষণা হবে ২৩ মে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *